scorecardresearch

আগামীকালই ‘মেঘালয়ে মহারণ’! আত্মবিশ্বাসী সাংমা, বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ‘আত্মবিশ্বাসী’ দ্বিতীয়বার সরকার গঠন করবেন। সাংমা তার প্রচারেও সেকথা একাধিকবার উল্লেখ করেছেন।

Meghalaya, Meghalaya Assembly elections, Meghalaya Assembly elections 2023, BJP, Congress, National People's Party (NPP), regional parties, Independents, women voters, Trinamool Congress (TMC), Communist Party of India (CPI), vote share, seat tally, statehood, Assembly elections history, All Party Hill Leaders Conference, United Democratic Party, party performance, electoral alliances, desertions, representation of women, sex ratio, turnout, Meghalaya election commission, Meghalaya voting schedule, Meghalaya election news, Meghalaya election updates, Meghalaya election candidates, Meghalaya opinion polls, Meghalaya exit polls, Meghalaya election results, Meghalaya constituencies, Meghalaya political parties, Meghalaya voter list, Meghalaya electoral alliances, Meghalaya regional parties, Meghalaya independent candidates
আগামীকালই ‘মেঘালয়ে মহারণ’! আত্মবিশ্বাসী সাংমা, বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ

এখন থেকেই জয়ের ভবিষ্যদ্বাণী করা শুরু করেছেন,’ মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা বললেন- দ্বিতীয়বার সরকার গঠন করবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ের ৬০ আসনের বিধানসভা নির্বাচন। আর তার আগেই জয়ের ভবিষ্যদ্বাণী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা নিশ্চিত দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করতে চলছেন তাঁর দল। ভোট প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২ মার্চ। বিধানসভা নির্বাচনের আগে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ‘আত্মবিশ্বাসী’ দ্বিতীয়বার সরকার গঠন করবেন। সাংমা তার প্রচারেও সেকথা একাধিকবার উল্লেখ করেছেন।  

সাংমা বলেন, গত পাঁচ বছরে আমাদের দল রাজ্যে অনেক উন্নয়ন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে আমাদের সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধীদের আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী সাংমা বলেছিলেন যে প্রত্যেকেই একটি শক্তিশালী প্রতিপক্ষ যার কারণে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, কারণ গতবার আমরা বিরোধীশক্তি হিসাবে ছিলাম কিন্তু এখন আমরা শাসক দল।

সাংমা আরও বলেন, অনেক বিতর্ক ও ইস্যু রয়েছে। তবে সরকার গঠনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তথ্য অনুসারে, কনরাড সাংমা হলেন তৃতীয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদে ক্ষমতায় আসীন রয়েছেন। মেঘালয় বিধানসভা নির্বাচনে মোট ৬০ টি বিধানসভা আসনে ৩৬ জন মহিলা সহ মোট ৩৭৫ জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করবেন। মেঘালয়ে সরকার গঠনের জন্য, নির্বাচনে কমপক্ষে ৩১টি আসন জিততে হবে।

একদিকে যেখানে এনসিপিকে রাজ্যে নিজেদের দুর্গ বাঁচানোর মরিয়া লড়াই চালাতে হচ্ছে হচ্ছে, অন্যদিকে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসও লড়াইয়ের ময়দানে। যদিও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনে কোন সুবিধা করতে পারবেনা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সরকার গঠনের বিষয়ে আশাবাদী বিজেপি।

‘প্রধানমন্ত্রী মোদির রোড শো হয়ে উঠেছে রক শো,’দাবি মেঘালয় বিজেপির সভাপতির। বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শিলংয়ে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির রোডশো সম্পর্কে, মেঘালয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি আর্নেস্ট মাউরি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোরালো নির্বাচনী প্রচারের পরে রাজ্যে দলের ভোটের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে। তিনি বলেন, “আমরা আশাবাদী যে আমাদের ভোটের হার ২৫-৩০ শতাংশ পর্যন্ত”।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp aims to break regional outfits hold but can it break through