বাংলায় এলেন বিজেপির নবনিযুক্ত সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য। দলের আইটি সেলের প্রধানকে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন দমদম নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপির রাজ্য নেতৃত্ব ও দলের কর্মী-সমর্থকরা। অমিত মালব্য বাংলায় পা রেখেই তোপ দেগেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে।
দমদম বিমানবন্দরে অমিত মালব্য বলেন, "২০২১ নির্বাচনে বাংলার গৌরবময় অধ্যায় পুনঃস্থাপিত হবে। পিসির সরকারের দুর্নীতি, স্বজনপোষণ ও অরাজকতা দূর করতে বাংলার মানুষের ভোটে ২০০-এর বেশি আসনে জয় পাবে বিজেপি। মমতা সরকারের শাসন এবার শেষ হবে।"
বাংলায় পর্যবেক্ষক হিসাবে পুনরায় দায়িত্ব বর্তেছে কৈলাস বৈজয়বর্গীয়র ওপর। এর আগে এখানে সহকারি পর্যবেক্ষক ছিলেন অরবিন্দ মেনেন। এবারও তাঁকে রেখে অমিত মালব্যকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে দল। পাশের রাজ্য বিহারে নীতীশ সরকারের শপথের দিন রাজ্যে এলেন অমিত মালব্য।
বিজেপির আইটি সেলের কার্যক্রম নিয়ে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা বরাবরই নানা অভিযোগ করে এসেছে। রীতিমতো পেশাদারিত্ব কায়দায় গেরুয়া শিবির আইটি সেল পরিচালনা করে থাকে। রাজনীতির কারিবারিদের মতে, দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে এরাজ্যে সহকারি পর্যবেক্ষক করে পাঠানোয় বিশেষ পরিকল্পনা রয়েছে বিজেপির, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনে ২০০ আসনে জয় পাবে বিজেপি। মোদ্দা কথা বিজেপি এরাজ্যে ২৯৪ আসনের মধ্যে ২০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে। এদিন সেই সুর শোনা গেল অমিত মালব্যের গলায়। তিনি বেশ কিছু সাংগঠনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন