ভবানীপুর উপনির্বাচন ও বাংলায় আরও দুই কেন্দ্রের নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রে বিজেপির হয়ে লড়বেন সুজিত দাস। সামশেরগঞ্জে বিজেপি প্রার্থী করেছে মিলন ঘোষকে।
Advertisment
অবশেষে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলের দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট দিয়েছে বিজেপি। দিন কয়েক ধরেই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রার্থী হওয়া নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, বঙ্গ বিজেপির অন্দরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রার্থী হওয়া নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে
জানা গিয়েছে, রাজ্য বিজেপির তরফে বেশ কয়েকটি নাম দিল্লিতে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল। সেই নাম থেকেই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে লড়াইয়ে প্রিয়াঙ্কাকে বেছে নিয়েছেন গেরুয়া দলের শীর্ষ নেতারা। শুক্রবার দিল্লি থেকে পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচন ও দুই কেন্দ্রে নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।
ভবানীপুর উপনির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচন হবে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও ওই একই দিনে ভোটগ্রহণ। একুশের বিধানসভা নির্বাচনের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। করোনায় মৃত্যু হয়েছিল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। সেই কারণে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি। সামশেরগঞ্জে এবার বিজেপি প্রার্থী করেছে মিলন ঘোষকে। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজিত দাস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন