পুজো মিটলেই আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে। উপনির্বাচন হবে উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। ইতিমধ্যেই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল, বাম। প্রার্থী ঘোষণার আগেই ওই চার কেন্দ্রে নির্বাচনী কমিটি গড়ে ফেলেছিল বিজেপি। এবার চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা গেরুয়া দলের।
আগামী ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবায় উপনির্বাচন। দিনহাটা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়বেন অশোক মণ্ডল। শান্তিপুরে গেরুয়া দলের হয়ে ভোটের লড়াইয়ে নিরঞ্জন বিশ্বাস। খড়দহে বিজেপির হয়ে লড়ছেন জয় সাহা, গোসাবায় পদ্ম প্রার্থী পলাশ রানা। আগামিকালই এই চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়পত্র জমার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ অক্টোবর। পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রের পাশাপাশি আগামী ৩০ অক্টোবর দেশের মোট ৩০ বিধানসভা আসনে উপনির্বাচন হবে।
ভবানীপুরে বিপুল জয়ের দিনেই বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহে তৃণমূলের প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুর উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল। দিনহাটা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে উপনির্বাচনে লড়বেন উদয়ন গুহ। গোসাবায় তৃণমূল নেতা সুব্রত মণ্ডলকে প্রার্থী করেছে শাসকদল।
আরও পড়ুন- হিমালয়ের পাদদেশে ঘূর্ণাবর্ত, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, পুজো ভাসাবে বৃষ্টি
উল্টোদিকে, বামেরা আসন্ন চার কেন্দ্রের উপনির্বাচনে একলা চলো নীতি নিয়েছে। শান্তিপুরে বামেদের প্রার্থী সৌমেন মাহাতো। দিনহাটায় আব্দুর রউফ, খড়দহে সিপিএমের প্রার্থী দেবজ্যোতি দাস। গোসাবায় বামেদের হয়ে লড়ছেন অনিল মণ্ডল।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন