West Bengal bandh live updates: প্রত্যাশিতভাবেই কলকাতায় বনধের তেমন কোনও প্রভাব না পড়লেও জেলায় জেলায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে। যদিও কলকাতায় শেষবেলায় গোলমাল লাগল ব্রেবোর্ণ রোডে। আজকের বনধের কেন্দ্রবিন্দু যে ইসলামপুর, সেখানে সকাল থেকেই চলেছে উত্তেজনা, ভাংচুর, দফায় দফায় সংঘর্ষ। এছাড়াও মালদা, মেদিনীপুর, দুই ২৪ পরগণা থেকেও বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে।
জনজীবন সচল রাখতে ব্যাপক পুলিশি বন্দোবস্ত ছিল রাজ্য জুড়ে। শুধু কলকাতাতেই সকাল থেকে রাস্তায় নেমেছেন চার হাজার পুলিশকর্মী। শহরে ছিল ৪৩৭ টি পিকেট। ৫০টি টহলদারি ভ্যান চষে বেড়ায় শহরের এ মাথা থেকে ও মাথা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত বনধের জেরে কলকাতায় গ্রেফতার হয়েছেন ৭২ জন, যাঁদের মধ্যে রয়েছেন চারজন মহিলা। আজ বিকেল চারটেয় এক সাংবাদিক সম্মেলনে বনধ তুলে নেওয়ার ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, সারা রাজ্যে দু'হাজারেরও বেশি দলীয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ এখনও গ্রেফতার করা চলছে।
২৬ সেপ্টেম্বর ২০১৮, বাংলা বনধ LIVE Updates
4.45 pm: "মুখ্যমন্ত্রী ৭৩টা বনধ ডেকে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। মানুষ আজ আমাদের নীরব ভাবে বনধ সমর্থন করেছে।" এই বলে সম্মেলন শেষ করলেন দিলীপ ঘোষ।
Bangla Bandh on 26th September 2018, today live updates: সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য নেতৃত্ব
4.20 pm: ব্রেবোর্ণ রোডে বাসে আগুন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, "কেউ হয়তো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, আমরা এটাকে নৈতিক সমর্থন করি না। খোঁজ নিয়ে দেখা হবে আমাদের কর্মীরা জড়িত কিনা।" তাঁর আরও বক্তব্য, "তৃণমূল বিজেপিকে কালিমালিপ্ত করতেই হামলা চালিয়েছে, অশান্তি ছড়িয়েছে।"
4.11 pm: সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, বনধ মানুষ সমর্থন করেছেন, রাস্তায় কাউকে আটকানো হয় নি। তৃণমূল বরং অশান্তি করেছে। তাঁর কথায়, "এমন শান্তিপূর্ণ বনধ বাংলার ইতিহাসে আগে দেখা যায় নি।" তিনি আরও বলেন, "শহরের ৯৫% দোকান বন্ধ ছিল, কিন্তু তৃণমূলের লোকেরা জোর করে দোকান খুলেছে, হুমকি দিয়েছে না খুললে তিনদিন দোকান বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী ইতালি-জার্মানি ঘুরে বেড়াচ্ছেন, আর এখানে উৎপাত হচ্ছে।"
3.23 pm: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ভারতীয় রেলের পক্ষ থেকে ট্রেন চলাচল সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই হেল্পলাইন নম্বরে - 033-2230 3826 বা ০৩৩-২২৩০ ৩৮২৬
Bangla Bandh on 26th September 2018, today live updates: দক্ষিণপূর্ব রেলের তরফে বিশেষ বিজ্ঞপ্তি
2.54 pm: C7 রুটের বাসে আগুন লাগানো হয়। হাওড়া স্টেশন থেকে যাত্রী সেজে ওঠে দুই ব্যক্তি, ব্রেবোর্ণ রোডে বাকি যাত্রীদের ভয় দেখিয়ে বাস থেকে নেমে যেতে বাধ্য করে, তারপর বাসে আগুন ধরিয়ে দেয়। দমকলের তিনটি গাড়ি এসে আগুন নেভায়। পুলিশ দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে।
Bangla Bandh on 26th September 2018, today live updates: পুড়ে যাওয়া সি-৭ বাস।
2.35 pm: ব্রেবোর্ণ রোডে বাসে আগুন, বিস্তারিত জানা যাবে এখনই
1.56 pm: অগ্নিগর্ভ ইসলামপুরের আরও একটি চিত্র
Bangla Bandh on 26th September 2018, today live updates: সকাল থেকে জ্বলছে ইসলামপুর।
1.33 pm: বিকেল চারটেয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করবেন।
Bangla Bandh on 26th September 2018, today live updates: দক্ষিণ ২৪ পরগণার কুলপিতে মিছিল বনধ সমর্থকদের।
1.26 pm: "এক কথায় বলবো বিজেপি যেমন ফ্লপ, তেমন বনধও ফ্লপ। গুন্ডামি করে বনধ সফল করা যায় না," বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে রেলের সঙ্গে অসহযোগিতার অভিযোগও করলেন তিনি।
এক কথায় বলবো, বিজেপি যেমন ফ্লপ, তেমন বনধও ফ্লপ। গুন্ডামি করে বনধ সফল করা যায় না: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়@ieBangla https://t.co/cN9cUM2hSA pic.twitter.com/RttQQlC4fp
— IE Bangla (@ieBangla) September 26, 2018
12.26 pm: উত্তাপ হারাতে হারাতে এখন নিভুনিভু বিজেপি-র ডাকা বাংলা বনধের আঁচ। মুরলীধর সেন লেনের পার্টি অফিসের সামনে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি আর স্লোগান জনাকয়েক কর্মীর। কলকাতায় বনধকে ব্যর্থই বলা চলে সৰ্বাংশে।
12.04 pm: রোজকার মত স্বাভাবিক জনজীবন দক্ষিণ কলকাতায়। তুলনায় ফাঁকা ধর্মতলা। পাশাপাশি সেন্ট্রাল অ্যাভেন্যুতে বন্ধ দোকানপাটের একাংশ।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি শশী ঘোষ
11.47 am: যত বেলা বাড়ছে, তত স্বাভাবিক হচ্ছে কলকাতার জনজীবন। রাস্তাঘাটে পরিচিত ব্যস্ততা। যদিও বিজেপির একাংশের দাবি, রাজ্যের মানুষ "মনে মনে" এই বনধ সমর্থন করছেন।
বনধের জেরে মন্দা ধর্মতলার বাজারে, নেই খদ্দের https://t.co/cN9cUM2hSA pic.twitter.com/hnKhTTQIjV
— IE Bangla (@ieBangla) September 26, 2018
11.40 am: হাজরা মোড়ে গ্রেফতার বিজেপির কর্মীরা
হাজরা মোড়ে গ্রেফতার দিলীপ ঘোষ সহ দলীয় কর্মীরাhttps://t.co/cN9cUM2hSA pic.twitter.com/olEaRmhbIk
— IE Bangla (@ieBangla) September 26, 2018
বনধের সমর্থনে রাস্তায় বিজেপি, মিছিলের পুরোভাগে দীলিপ ঘোষ https://t.co/cN9cUM2hSA pic.twitter.com/qiFOA4nLYq
— IE Bangla (@ieBangla) September 26, 2018
11.10 am: মিছিল ঘুরে আবার রাসবিহারী মোড়ে। যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনাস্থলে মিরাজ খালিদ (ডিসি সাউথ)। অন্যদিকে কলুটোলায় রাস্তা অবরোধ করতে গিয়ে গ্রেফতার আট বনধ সমর্থক।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি : শশী ঘোষ
11.01 am:
রাসবিহারী মোড় থেকে হাজরার দিকে বিজেপির মিছিল, নেতৃত্বে রূপা গাঙ্গুলিhttps://t.co/cN9cUM2hSA#banglabandh pic.twitter.com/nSdphMu7wZ
— IE Bangla (@ieBangla) September 26, 2018
10.46 am: ইসলামপুরে একজন বিজেপি সমর্থক গুলিবিদ্ধ। ভর্তি ইসলামপুর হাসপাতালে। বিজেপি নেতা সুরজিত সেনের দাবী পুলিশ গুলি চালিয়েছে।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি : জয়প্রকাশ দাস
10.35 am: শহরের কাশীপুর এলাকায় এখন পর্যন্ত জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করে ১২ জন গ্রেফতার। এদের মধ্যে একজন মহিলা
10.32 am: ইসলামপুরের রাস্তায় বাস ভাঙচুর করছেন বনধ সমর্থকরা। সঙ্গে পাল্টা তৃণমূলের বাইক মিছিল। সব মিলিয়ে অশান্ত ইসলামপুর।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি- জয়প্রকাশ দাস
10.28 am:
বনধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ইসলামপুরhttps://t.co/cN9cUM2hSA …#banglabandh pic.twitter.com/TflV0rlaNj
— IE Bangla (@ieBangla) September 26, 2018
10.23 am: বনধকে সফল করতে উত্তপ্ত ইসলামপুর ট্রাকস্ট্যান্ড। অগ্নিগর্ভ পুরো এলাকা।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি- জয়প্রকাশ দাস
10.20 am: অবস্থা সরেজমিনে দেখতে অটোয় চড়ে রাস্তায় তৃণমূল সাংসদ শশী পাঁজা। বিক্ষিপ্ত ঘটনা বন্ধকে কেন্দ্র করে রাজ্যে।
Bangla Bandh on 26th September 2018, today live updates: শশী পাঁজা। ছবি-শশী ঘোষ
10:00 am: হাতিবাগান অঞ্চলে জোর করে দোকান বন্ধ করতে চাইছে বিজেপির সমর্থকরা। বচসা বাঁধল পুলিশের সঙ্গে।
Bangla Bandh on 26th September 2018, today live updates: দোকান বন্ধ করার হুঁশিয়ারি ছবি শশী ঘোষ
হাতিবাগান অঞ্চলে জোর করে দোকান বন্ধ করতে চাইছে বিজেপির সমর্থকরা, বচসা বাঁধল পুলিশের সঙ্গে। https://t.co/cN9cUM2hSA#banglabandh pic.twitter.com/iMqqAsghjb
— IE Bangla (@ieBangla) September 26, 2018
9.43 am: আপাতত বন্ধ বিধান সরণী। অরবিন্দ সরণিতে দোকান বন্ধ করার ক্ষীণ প্রচেষ্টা। তবে এখনও পর্যন্ত ব্যর্থ। দুই মিছিলের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টায় পুলিশ বাহিনী।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি : শশী ঘোষ
Bangla Bandh on 26th September 2018, today live updates: দোকান বন্ধ করার হুঁশিয়ারি ছবি: শশী ঘোষ
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি: শশী ঘোষ
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি: শশী ঘোষ
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি: শশী ঘোষ
9.33 am: খাস কলকাতার বিধান সরণীতে একইসঙ্গে আচমকাই বিজেপি মিছিলের পিছনেই তৃণমূলের মিছিল। একইসঙ্গে দুই দলের মিছিলের মাঝে পুলিশ। উত্তেজনার পারদ চড়াবার আপ্রাণ চেষ্টা।
উত্তেজনার পারদ চড়াবার আপ্রাণ চেষ্টা#banglabandh pic.twitter.com/2sX62Yw5q7
— IE Bangla (@ieBangla) September 26, 2018
9.27 am: শ্যামবাজারে পথ অবরোধের চেষ্টা। রাজ্যের একাধিক এলাকায় বাসের ওপর চলছে ইটবৃষ্টি। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সরকারি বাসে।
শ্যাম জয়সোয়াল, উত্তর কলকাতা যুব মোর্চা প্রেসিডেন্ট#banglabandh pic.twitter.com/1idUR2R0OB
— IE Bangla (@ieBangla) September 26, 2018
বন্ধের সমর্থনে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিজেপি কর্মীদের মিছিল#banglabondh pic.twitter.com/cFbHspd6LY
— IE Bangla (@ieBangla) September 26, 2018
9.16 am: জোড়াবাগানে শুরু হয়েছে গন্ডগোল, জোড় করে দোকানদের বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি সমর্থকরা। এদিকে কাশীপুরে জোর করে দোকান বন্ধ করতে গিয়ে গ্রেফতার আট বিজেপি সমর্থক।
9.06 am: বনধ হলেই কলকাতার ছুটির আমেজ অব্যাহত। পর্যাপ্ত পরিমাণে বাস ট্রাম চলছে, কিন্তু এখনও নেই ভিড়।
Bangla Bandh on 26th September 2018, today live updates: বেলা বাড়ার সঙ্গে বাড়ছে লোকসংখ্যা। ছবি: শশী ঘোষ
8.59 am:
শিয়ালদা ফ্লাইওভার অপেক্ষাকৃত ফাঁকা, কিন্তু রাস্তায় প্রচুর বেসরকারি বাস দেখা যাচ্ছে
ভিডিও: যাজ্ঞসেনী চক্রবর্তীhttps://t.co/cN9cUMjSK8#BanglaBondh pic.twitter.com/fxyKPY569L— IE Bangla (@ieBangla) September 26, 2018
8.54 am: অন্যদিনের তুলনায় একটু কম ব্যস্ত হলেও স্বাভাবিক শিয়ালদা স্টেশন। অন্যদিকে হাওড়া -কাটোয়া রেল পথে,ভান্ডারটিকুরি রেল স্টেশনে বিজেপির ট্রেন অবরোধ।
8.50 am: ইতিমধ্যে ইসলামপুরের চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
8.47 am: শ্যামবাজার এর মিছিলের জন্যে বিজেপি সমর্থকদের জমায়েত।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি: শশী ঘোষ
8.40 am:
প্রতিদিনের মতোই পার্ক সার্কাস সাতমাথার মোড় স্বাভাবিক#BanglaBondh pic.twitter.com/5gGCeC5Lv9
— IE Bangla (@ieBangla) September 26, 2018
8.23 am: নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, যেখান থেকে বনধের দিন রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, নির্দেশ যাচ্ছে জেলায় জেলায়।
8.20 am: টাকিতে তৃণমূল-বিজেপি সমর্থকদের হাতাহাতি, পুলিশি হস্তক্ষেপে সামাল দেওয়া হল উত্তেজনা। যে ইসলামপুর নিয়ে এত কাণ্ড, সেখানে পথ অবরোধ করলেন বিজেপি সমর্থকরা, স্বাভাবিক জনজীবন ব্যাহত।
8.16 am: ইসলামপুরে বন্ধ দোকান বাজার, সঙ্গে রাস্তা অবরোধ করেছেন বিজেপি সমর্থকরা। পাশাপাশি ওই এলাকায় রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।
Bangla Bandh on 26th September 2018, today live updates: ছবি: জয়প্রকাশ দাস
8.04 am: সকাল থেকে চলছে সরকারি বাস। তবে অন্যদিনের তুলনায় সংখ্যায় কম বেসরকারি বাস। শহরে টহলরত ৫০ টি পুলিশের গাড়ি।7.54 am: বিজেপির ডাকা বাংলা বন্ধে সচল রাজ্য। বন্ধে কড়া পুলিশি নিরাপত্তা।
Bangla Bandh on 26th September 2018, today live updates: সব অশান্তির কেন্দ্রস্থল, ইসলামপুর বাস স্ট্যান্ড
7.45 am: ব্যারাকপুর শিল্পাঞ্চলে স্বাভাবিক হাজিরা। ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বিঘিন্ত করার চেষ্টা। অশোকনগরে রেল অবরোধের চেষ্টা বিজেপির।
7.38 am: হাওড়া মেন লাইন এবং শিয়ালদা শাখায় একাধিক জায়গায় রেল অবরোধ করেছেন বিজেপি সমর্থকরা। ট্রেন চলাচল বিপর্যস্ত জেলায় জেলায়। কলকাতার জনজীবন এখনও স্বাভাবিক।
Bangla Bandh on 26th September 2018, today live updates: বন্ধের সকালে হাওড়া ব্রিজ। ছবি- পার্থ পাল।
7.26 am: হাওড়া ময়দান রুটের বাস ভাঙচুরও করা হয়েছে। বিচ্ছিন্ন অশান্তির ঘটনা চারিদিকে। বঁণগা শাখাতেও রেল অবোরধ করেছে বিজেপি সমর্থকেরা
Bangla Bandh on 26th September 2018, today live updates: সকালবেলা বন্ধের চিত্র।
7.21 am: ডায়মন্ড হারবার, ক্যানিংয়ে বন্ধ ট্রেন চলাচল। বেলা বাড়তেই অশান্তি বিজেপি বন্ধে। কোন্নগর, ফুলেশ্বরে ট্রেন অবোরধ করা হয়েছে। ফুলিয়া-শান্তিপুরের মাঝে ট্রেন অবোরধ। জায়গায় জায়গায় ট্রেন অবোরধে বিপদে যাত্রীরা। হাওড়া মেন লাইনে ব্যাহত চ্রেন পরিষেবা।
7.18am: উত্তর ২৪ পরগণা, কাঁকিনাড়া ও জগদ্দলে ইতিমধ্যেই রেল অবোরধের খবর পাওয়া যাচ্ছে। ঠাকুরপুকুরেও রেল অবোরধ, বিপর্যস্ত শিয়ালদহ শাখার রেল চলাচল।
7.14 am: অশান্তির আশঙ্কায় শহরের একাধিক স্কুলে ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। প্র্যাট মেমোরিয়াল, মহাদেবী বিড়লা, রুবি ডিপিএস সহ শহরের বিভিন্ন স্কুলে আজ ছুটি।
Bangla Bandh on 26th September 2018, today live updates: গতকাল থেকেই উত্তপ্ত শহর। দফায় দফায় মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন।
7.09 am: এই প্রথম নজিরবিহীন ভাবে অফিসে উপস্থিতি সংক্রান্ত নির্দেশ জারি করেছে রাজ্য সরকার, যা অনুযায়ী বনধের আগের দিন, বনধের দিন এবং তার পরের দিনও সরকারি কর্মচারীদের অফিস-হাজিরা বাধ্যতামূলক।
7.01 am: এখনও পর্যন্ত জনজীবন স্বাভাবিক শহরে। দোকান-বাজার খুলছে।গাড়িঘোড়াও চলছে অন্য দিনের মতোই।বেলা বাড়লে ছবিটা পাল্টায় কিনা সেটাই দেখার।
7.00 am: বনগাঁ শাখার লাইনে অশোকনগর এবং বিশরপাড়ায় রেল অবরোধ।
6.55 am: শ্যামবাজার থেকে ধর্মতলা, এবং হাজরা মোড় থেকে এক্সাইড মোড়, শহরে দুটি বড় মিছিল বার করার প্রস্তুতি বিজেপি শীর্ষ নেতৃত্বের। শহরের অন্যত্র ছোট মিছিল এবং পিকেটিংয়ের পরিকল্পনা আঞ্চলিক শাখা এবং মণ্ডলগুলির।
6.30 am: রাজ্যের পরিবহন ব্যবস্থা সচল রাখতে বদ্ধপরিকর প্রশাসন। নামানো হচ্ছে বাড়তি সরকারি বাস। বাস স্ট্যান্ড, ট্রাম ডিপো, অটো স্ট্যান্ডগুলিতে থাকছে পুলিশি নজরদারি।