Advertisment

ভোটারদের টাকা বিলি পদ্ম প্রার্থীর, ভাইরাল ভিডিও, পুরভোটের আবহে উত্তাল শহর

প্রার্থী পদ খারিজের দাবি তৃণমূলের। ঘটনা 'ভিত্তিহীন' ও শাসক দলের 'ষড়যন্ত্র' বলে জানিয়েছেন পদ্ম প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp candidate using money in civic polls at mald engrejbazar TMC allegations

টাকা হাতে কৃষ্ণ মণ্ডল। ছবি- মধুমিতা দে

দুয়ারে পুরভোট। রাজ্যব্যাপী রমরমিয়ে চলছে প্রচার। এর মধ্যেই প্রচারে বেরিয়ে প্রকাশ্যেই টাকা বিলির অভিযোগ উঠেছে মালদহের ইংরেজবাজার পুরভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ভিডিও ও ছবিতে ভাইরাল হয়েছে টাকা বিলির ঘটনা। যা নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব শাসকদল তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে জোড়া-ফুল শিবির। তবে, ঘটনা 'ভিত্তিহীন' ও শাসক দলের 'ষড়যন্ত্র' বলে দাবি পদ্ম প্রার্থীর।

Advertisment

ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তাঁর বিরুদ্ধেই ভোট কিনতে টাকা বিলির অভিযোগ উঠছে। ভাইরাল এর ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রার্থী কৃষ্ণ মণ্ডল গেরুয়া উত্তরীয় গায়ে এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় ৫০০ টাকার বান্ডিল থেকে নগদ কিছু টাকা দিচ্ছেন।

এরপরই ভাইরাল ভিডিও ও ছবি নিয়ে সোচ্চার তৃণমূল। ২৮ নম্বর ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ ঘোষ বলেছেন , 'যেভাবে নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী টাকা বিলি করছে তা আইন বিরোধী কাজ। এটা মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুরো ঘটনার ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিজেপি প্রার্থীর প্রার্থি পদ খারিজের আবেদন করেছি।' 

অভিযোগ উড়িয়ে দলীয় কর্মীকে সাহায্যের তত্ত্ব খাড়া করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল। 

Maldah bjp Municipal Election Bengal BJP Malda
Advertisment