নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার কার্ড, রেশন কার্ড, সার্টিফিকেট এসব কিছুই লাগবে না। কেন্দ্রের বুথে এসে শুধু নাম লেখালেই নাগরিকত্ব মিলবে। বুধবার এমন মন্তব্যই করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গোটা দেশে যখন বিক্ষোভ চলছে, তখন সিএএ নিয়ে ভীতি কাটাতে এমন ‘সোজাসাপটা নিয়ম’ই বাতলালেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
বুধবার বিকেলে রাজগঞ্জের বটতলার সভায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘উদ্বাস্তুদের নিয়ে কেউ কথা বলেনি। শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী বলেছেন। সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় বুথ তৈরি করবে। সেখানে গিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, বাবার নাম লিখে দেবেন, তাহলেই আপনি নাগরিক হয়ে যাবেন। কোনও কাগজপত্র, সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড লাগবে না। এটা আমরা করব। বাড়ি বাড়ি গিয়ে করব। অনলাইনেও করতে পারবেন। যেদিন করবেন, সেদিনই নাগরিক হয়ে যাবেন। কেউ আটকাতে পারবে না’’।
আরও পড়ুন: ৩৭০ সম্ভব হলে এনআরসি কেন নয়, আমি চাই হোক: দিলীপ ঘোষ
ভিডিও: সৌমিত্র সান্যাল
উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টিভি সাক্ষাৎকারে বলেন, ‘‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’’। শাহের এ মন্তব্যে শোরগোল পড়ে যায় গোটা দেশে। মোদী সেনাপতির এ মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই প্রেক্ষিতে নাগরিকত্ব প্রদানের জন্য যে ‘সহজ উপায়’ বাতলালেন দিলীপ, তা এই আবহে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।