Advertisment

আগামী ১০ বছর ‘মিয়া’দের ভোটের প্রয়োজন নেই! বোমা ফাটালেন হিমন্ত বিশ্ব শর্মা

শর্ত সাপেক্ষে রাজ্যের মুসলমান সম্প্রদায় মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার কথাও বলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta Biswa Sarma,India versus NDA,India full form,NDA full form,What is NDA,what is opposition allianc

হিমন্ত বিশ্ব শর্মা

ফের বোমা ফাটালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।  এবার তিনি সরাসরি বিজেপিকে ভোট না দেওয়ার কথা বললেন রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষকে। তিনি বলেন, আগামী ১০ বছর ‘মিয়াদের ভোটের প্রয়োজন নেই’।

Advertisment

হিমন্ত বিশ্বশর্মা এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘নির্বাচন এলে আমি ব্যক্তিগতভাবে তাদের বলব আমাদের ভোট না দিতে। আপনারা যখন পরিবার পরিকল্পনা অনুসরণ করবেন, বাল্যবিবাহ বন্ধ করবেন এবং মৌলবাদ ত্যাগ করবেন, তখনই আমরা আপনার কাছ থেকে ভোট নেব। এই শর্ত সম্পূর্ণ করতে কমপক্ষে ১০ বছর সময় লাগবে এবং আমাদের ১০ বছরের জন্য তাদের ভোটের প্রয়োজন নেই’।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ বিজেপি তার জনকল্যাণমূলক কাজ  করে যাবে। মিয়াঁরা আমাদের সমর্থন করতে পারেন, কিন্তু আমাদের ভোট দেওয়ার দরকার নেই। আমাদের সমর্থন করাতে কোন ক্ষতি নেই। তারা হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্য 'জিন্দাবাদ' স্লোগান তুলুক। সমর্থন করুন। কিন্তু বাল্যবিবাহের মত প্রথা সংস্কার না করলে আমরা আপনাদের ভোট চাই না”।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বিজেপি এমন একটি দল, যে দল সব সময় জনকল্যাণের জন্য কাজ করে চলে। শর্ত সাপেক্ষে রাজ্যের মুসলমান সম্প্রদায় মানুষকে  বিজেপিকে ভোট দেওয়ার কথাও বলেছেন তিনি।  এক প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “যখন নির্বাচন আসবে, আমি ব্যক্তিগতভাবে তাদের বলব আমাদের ভোট না দিতে। আপনি যখন পরিবার পরিকল্পনা অনুসরণ করবেন, বাল্যবিবাহ বন্ধ করবেন এবং মৌলবাদ ত্যাগ করবেন, তখন আমাদের ভোট দিন। এটি সম্পূর্ণ করতে ১০ বছর লাগবে, এমন পরিস্থিতিতে আমরা এখন নয়, ১০ বছর পরে ভোট চাইব”।

Himanta Biswa Sarma Assam
Advertisment