খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বুথেই পোলিং এজেন্ট দিতে ব্যর্থ বিজেপি, 'তৃণমূলী সন্ত্রাসে'র অভিযোগ

গড় ধরে রাখতে পারবে গেরুয়া শিবির। আসাবাদী নিশীথ। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর।

গড় ধরে রাখতে পারবে গেরুয়া শিবির। আসাবাদী নিশীথ। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP failed to provide polling agents at dinhata booth of Union MOS Nisith Pramanik

নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ ছবি: সন্দীপ সরকার

১৯-য়ের লোকসভায় উত্তরবঙ্গে ভালো ফল করছে বিজেপি। বিধানসভাতেও সেই রেশ বজায় ছিল। দিনহাটা থেকে জিতেছিলেন বিজেপির সাংসদ প্রার্থী নিশীথ প্রামাণিক। উপনির্বাচনে গড় ধরে রাখারা লড়াই গেরুয়া বাহিনীর। কিন্তু, খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বুথেই পোলিং এজেন্ট দিতে পারলো না বিজেপি। এ জন্য অবশ্য তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করেছেন নিশীথ প্রামানিক। 'ভিত্তিহীন' অভিযোগ বলে পাল্টা দাবি দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। কেন্দ্রীয় মন্ত্রী ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তাঁর।

Advertisment

শনিবার কোচবিহারের দিনহাটার বিধানসভার উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। দুপুর সাড়ে ১২ টা নাগাদ তিনিভোট দেন ভেটাগুড়ি ৭/২৩৪ নং বুথে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই মন্ত্রী ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তখনই জানতে পারেন যে, তাঁর বুথে বিজেপির কোনও পোলিং এজেন্ট নেই।

এই প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, 'ভোটের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের গুণ্ডাবাহিনী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে দিনহাটায়। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, আগুন ধরিয়ে দিয়ে লুটপাট, মারধোর চলছে। পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি।' তাঁর আশা, ভয়ভীতিকে উপেক্ষা করেই দিনহাটায় গনতন্ত্র প্রতিষ্ঠা করতে বিজেপিকে ভোট দিয়েই জয়যুক্ত করবেন ভোটাররা।

Advertisment

তবে, যদিও নিশীথ প্রামাণিকের সব অভিযোগ সম্পূর্ণ 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি বলেন, 'বিজেপিই আজ সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্রে ঝামেলা পাকাবার চেষ্টা করছে। তাঁরা এবারের ভোটে হেরে যাবেন বলেই এমন মিথ্যে অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে।' পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রবাবিত করার চেষ্টা কেছেন। যা আজদতে নির্বাচনী বিধিভঙ্গর সামিল। বিষয়টি নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dinhata Udayan Guha Nishith Pramanik bjp tmc