Advertisment

‘বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'! দলের প্রতিষ্ঠা দিবসে বিরাট বার্তা মোদীর

বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশজুড়ে দলীয় কর্মীদের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Narendra Modi, BJP Foundation Day, PM Modi to Address Party Workers on BJP's 44th Anniversary, Bhartiya Janata Party, PM Modi, BJP Foundation History, Bhartiya Janata Party Foundation Day

ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এই সময়ে, দল কেন্দ্রীয় সরকারের জারি করা কল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশজুড়ে দলীয় কর্মীদের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে বিরোধীদের নিশানা করেন মোদী।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে  কেউ হারাতে পারবে না। এটা সত্যিই আমাদের শুধু নির্বাচনে জেতার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। কোটি মানুষের মন জয় করতে হবে। পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপি তুষ্টির রাজনীতি করে না। কিছু রাজনৈতিক দল এখনও ব্রিটিশ মানসিকতা থেকে বের হতে পারছে না। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বিরোধী দলগুলি পূর্ণ শক্তি দিয়ে আমাদের বিরোধিতা করেছে। দেশের গরিব ও যুবকরাই বিজেপির শক্তি’।

মোদী এদিনের ভাষণে বলেন, ২০১৪ সালের পর থেকে ভারতে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে। বিজেপি ৩৭০ ধারার প্রতিশ্রুতি পূরণ করেছে, বিরোধীরা যেটা এখনও হজম করতে পারেনি। তারা মিথ্যার উপর মিথ্যা কথা বলছে’। প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির আগে দেশের জনগণ। আজ ভারত বজরঙ্গবলীর শক্তিতে এগিয়ে যাচ্ছে। বিজেপির কর্মীরা শুধুমাত্র সেবা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা, সবার উন্নয়ন এবং সবার বিশ্বাস নিয়ে সবার প্রচেষ্টাই আমাদের মূল মন্ত্র”। মোদী আরও বলেন, "আমি সেই মহান ব্যক্তিত্বদের কাছে মাথা নত করছি যারা এই দলটিকে গড়ে তুলতে এবং বৃদ্ধি করতে রক্ত ​​দিয়েছেন।"

এছাড়াও তিনি তাঁর ভাষণে বলেন, ভারত এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। 'দেশ বিপুল ক্ষমতার অধিকারী হলেও ২০১৪-র আগে তার ব্যবহার হয়নি'। এদিন তিনি বিরোধীদের একহাত নিয়ে বলেন, 'সুশাসনের জন্য প্রয়োজনে বিজেপি কঠোর হতেও পিছপা হয় না। বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'। দেশের গণতন্ত্র, সংবিধানকে শক্তিশালী করার জন্য বিজেপি কাজ করছে'।

bjp modi
Advertisment