Advertisment

কে হবেন বিরোধী দলনেতা? বাছতে পর্যবেক্ষক নিয়োগ বিজেপির

বিরোধী দলনেতা কে? আপাতত এই প্রশ্নেই জোর চর্চা গেরুয়া শিবিরের অন্দরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি।

বিধানসভায় বিরোধী দলের তকমা পেয়েছে বিজেপি। কিন্তু বিরোধী দলনেতা কে? আপাতত এই প্রশ্নেই জোর চর্চা গেরুয়া শিবিরের অন্দরে। তবে, কোনও সুপারিশে বা উপর থেকে চাপিয়ে দিয়ে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচন করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। এর জন্য দলের দুই অভিজ্ঞ মুখ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি।

Advertisment

মুকুল রায়, নাকি শুভেন্দু অধিকারী। কে হবেন এবার বিধানসভায় বিরোধী দলনেতা? জানা গিয়েছে, বঙ্গ বিজেপির শীর্ষ কার্যকর্তারা শুভেন্দুতেই সিলমোহর দিয়েছেন। তবে, দৌড়ে রয়েছেন পোড় খাওয়া রাজনীতিবিদ মুকুল রায়ও। রাজ্যজুড়ে বিজেপির ফল ভালো না হলেও নন্দীগ্রামে হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু। তুলনায় এবারই প্রথম বিধায়ক হলেন মুকুল রায়। তাই এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর দিকেই পাল্লা ভারী বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। তবে গুঞ্জন যে, রীতি মেনে সংঘ ঘনিষ্ট কোনও নেতার ভাগ্যেও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার তকমা জুটতে পারে। যদিও সেই সম্ভাবনা কম বলেই মনে করছে মুরলীধর সেন লেনের নেতারা।

শনিবার বিজেপি-র পক্ষ থেকে অরুণ সিং বিজ্ঞপ্তি দিয়ে পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছেন। তবে কবে হবে বিরোধী দলনেতা নির্বাচন তা স্পষ্ট করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। সূত্রের খবর, আগামী মঙ্গল বা বুধবার পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে হবে বিরোধী দলনেতা নির্বাচন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp mukul roy west bengal politics Suvendu Adhikari
Advertisment