Advertisment

‘মল্লিকার্জুন খাড়গেকে খুনের ষড়যন্ত্র’! মোদী ঘনিষ্ঠ বিজেপি নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা তার ভাষণে বিজেপির এক প্রার্থী্র নাম উল্লেখ করে বলেছেন....

author-image
IE Bangla Web Desk
New Update
Mallikarjun Kharge, congress, Kharge murder plot, BJP, Karnataka assembly polls, Karnataka, Randeep Sujrewala, Indian Express news

‘মল্লিকার্জুন খাড়গেকে খুনের ষড়যন্ত্র’! বড় ফাঁপরে বিজেপি নেতা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে শনিবার কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তার পুরো পরিবারকে হত্যার ষড়যন্ত্র করেছে। কংগ্রেসের এই দাবি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা তার ভাষণে বিজেপির এক প্রার্থী্র নাম উল্লেখ করে বলেছেন, বিজেপি নেতারা এখন মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্র করছে। চিত্তপুরের বিজেপি প্রার্থীর রেকর্ডিং থেকেই তা স্পষ্ট, সুরেজওয়ালা আরও অভিযোগ করেন, বিজেপির ওইউ প্রার্থী প্রধানমন্ত্রী মোদী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোমাইয়ের খুবই কাছের মানুষ।  

Advertisment

বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে বিজেপির এক নেতা মল্লিকার্জুন খাড়গে এবং তার পুরো পরিবারকে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, ‘কর্ণাটকের মানুষের আশীর্বাদ দেখে আতঙ্কিত বিজেপি'। সুরজেওয়ালা এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ওপর কর্ণাটকের মানুষের আস্থা ও ভরসা দেখে বিজেপি আতঙ্কিত এবং বিজেপি নেতৃত্ব এখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তার স্ত্রী এবং পুরো পরিবারকে হত্যার ষড়যন্ত্র করছে।

কংগ্রেস একটি অডিও ক্লিপিং শেয়ার করেছে

একই সময়ে, কংগ্রেসের তরফে বিজেপি প্রার্থীর একটি অডিও ক্লিপিং শেয়ার করেছে, কংগ্রেস দাবি করেছে যে চিত্তপুর আসনের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোড়ের বিরুদ্ধে ৪০ টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তিনি মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বোমাইয়ের খুবই কাছের মানুষ। কংগ্রেস আরও বলেছে যে এই ভাইরাল অডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা যায় যে তিনি মল্লিকার্জুন খাড়গের পরিবারকে নিশ্চিহ্ন করে দেবেন।

কংগ্রেস তার টুইটার অ্যাকাউন্ট থেকে অডিও ক্লিপিংটি টুইট করেছে এবং লিখেছে ‘বিজেপির ওই নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা, মাদক পাচার, সহ কয়েকটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এটা স্পষ্ট যে বিজেপি ঘৃণার রাজনীতি করে এবং কর্ণাটক নির্বাচনে ৪০ শতাংশ কমিশনের সরকার আমাদের দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের গোটা পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করে তার ঘৃণার রাজনীতি পরিচয় আবারও সামনে এনেছে। এটি মল্লিকার্জুন খাড়গের উপর নয় বরং প্রতিটি কর্ণাটকের প্রতিটি মানুষের সম্মান এবং জীবনের উপর আক্রমণ’।

Mallikarjun Kharge
Advertisment