Advertisment

স্ট্যাচু বানাতে বানাতে ভোটের পর বিজেপিই স্ট্যাচু হয়ে যাবে: মমতা

বিজেপির উপর রুষ্ট মমতা এদিন বলেন, "মূর্তি তৈরি করাকে এই দলটা ভোটের ইস্যুতে পরিণত করেছে। এরপর ভোটের ফল প্রকাশ হলে দেখবেন, ওরাই মূর্তি (স্ট্যাচু) হয়ে গিয়েছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভায় মমতা।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-কে এক হাত নিয়ে বক্তৃতা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজার্ভ ব্যাঙ্ক থেকে সিবিআই-এর অন্তর্দ্বন্দ্বের কথা উল্লেখ করে মমতা বলেন, দেশের সব প্রতিষ্ঠানগুলিকেই নষ্ট করে দিতে চাইছে বিজেপি। এইসব কেন্দ্রীয় সংস্থাগুলির নিজস্ব কার্যবিধিতে বাধা সৃষ্টি করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করতে তাঁর দল যে অত্যন্ত বড় ভূমিকা পালন করতে চলেছে, সে কথাও বলেছেন প্রত্যয়ী মমতা।

Advertisment


বিজেপির উপর রুষ্ট মমতা এদিন বলেন, "মূর্তি তৈরি করাকে এই দলটা ভোটের ইস্যুতে পরিণত করেছে। এরপর ভোটের ফল প্রকাশ হলে দেখবেন, ওরাই মূর্তি (স্ট্যাচু) হয়ে গিয়েছে।"

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে দায়িত্ব বণ্টন করলেন মমতা

এনআরসি ইস্যু নিয়েও এদিন বিজেপিকে তুলোধনা করেছেন মমতা। তাঁর মতে, এনআরসি-তে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির প্রতিফলনই দেখা যাচ্ছে।

উল্লেখ্য, আগামী বছর ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিরোধী শক্তিগুলিকে নিয়ে মেগা সম্মেলনের ডাক গিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, সেই সভাতে দেশের সব বিরোধী দলগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী স্লোগান তোলেন, "বিজেপি হঠাও, দেশ বাঁচাও"। রাজ্যে বিজেপির আসন্ন রথযাত্রার পাল্টা তৃণমূল কর্মীদের 'একতা যাত্রা' করার জন্যও নির্দেশ দিয়েছেন মমতা।

Mamata Banerjee nrc
Advertisment