Advertisment

'মুসলিম কোটা' তুলে দেওয়া নিয়ে শাহের হুঙ্কারকে উড়িয়ে 'বিস্ফোরক' ওয়াইসি

মুসলিম সংরক্ষণ' ইস্যুতে বিজেপিকে কোমরবেঁধে আক্রমণ করলেন AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি

author-image
IE Bangla Web Desk
New Update
Asassuddin Owaisi, Amit Shah, Telangana, Amit shah in telangana, KCR, BRS, AIMIM, Owaisi, muslim reservation, BJP, Indian express

মুসলিম সংরক্ষণ' ইস্যুতে বিজেপিকে কোমরবেঁধে আক্রমণ করলেন AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি

বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই', 'মুসলিম সংরক্ষণ' ইস্যুতে বিজেপিকে কোমরবেঁধে আক্রমণ করলেন AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি। তেলেঙ্গানায় 'মুসলিম সংরক্ষণ' বাতিল নিয়ে অমিত শাহের বক্তব্যকে তুলোধোনা করলেন AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা আঘাত করে, তিনি বলেন, 'বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোন দিকেই নজর নেই"।

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রবিবার তেলেঙ্গানায় এক ভাষণে বলেন, বিজেপি সরকার গঠিত হলে তেলেঙ্গানায় 'মুসলিম সংরক্ষণ' বাতিল করা হবে। অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। রাজ্যে মুসলিম কোটা বাতিলের বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে একহাত নিয়ে ওয়াইসি বলেন, "মুসলিম বিদ্বেষী বক্তৃতা" দেওয়া ছাড়া বিজেপির তেলেঙ্গানার প্রতি বিশেষ নজর নেই । এর পাশাপাশি জাল এনকাউন্টার, জেল থেকে অপরাধীদের মুক্তি এবং বুলডোজার ইস্যু নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি।

টুইটারে এআইএমআইএম প্রধান লিখেছেন, “বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই', তারা যা দিতে পারে তা হল জাল এনকাউন্টার, কারফিউ, অপরাধীদের মুক্তি এবং বুলডোজার। " এই বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি শাসিত কর্ণাটক সম্প্রতি মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ক্ষমতাসীন বিআরএস সরকারের সমালোচনা করেছেন, বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এনে বলেছেন, "দুর্নীতিগ্রস্ত" সরকারকে ক্ষমতা চ্যুত না করা পর্যন্ত বিজেপির লড়াই চালিয়ে যাবে"।

হায়দ্রাবাদের কাছে চেভেল্লায় একটি সমাবেশে ভাষণ দিয়ে অমিত শাহ ধর্মভিত্তিক সংরক্ষণের সমালোচনা করেন এবং সেগুলিকে "অসাংবিধানিক" বলে অভিহিত করেন। তিনি বলেন, 'তেলঙ্গানায় দল ক্ষমতায় এলে, চাকরি, শিক্ষায় মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ তুলে দেবে।

শাহের গতকালের এই বক্তব্যের পর মুখ খুলেছেন হায়দরাবাদের সাংসদ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আশাউদ্দিন ওয়েইসি। তাঁর কথায়, শাহ ও তাঁর দল সমাজকে ভাঙতে শিখেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব নিয়ে বিজেপি চুপ। ভাষণে শাহ তীব্র আক্রমণ শানান ওয়েইসির উদ্দেশেও। অমিত শাহ আরও বলেন, 'আমরা মজলিসবাদীদের ভয় পাই না।তেলেঙ্গানায় এমন কোনও সরকার আমরা তৈরি হতে দেব না যার স্টিয়ারিং ওয়েইসির হাতে থাকবে'।

amit shah Asaduddin Owaisi
Advertisment