Advertisment

কর্ণাটকে ঘুরে দাঁড়াতে 'মাস্টারস্ট্রোক' মোদীর? বিজেপির সঙ্গে জোট নিয়ে কুমারস্বামীর মন্তব্য ইঙ্গিতপূর্ণ!

জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর মন্তব্য ঘিরে গুঞ্জন বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP-JD(S) alliance buzz: Tie-up talks in initial stage, decision after internal party meet, says Kumaraswamy

জেডিএস নেতা কুমারস্বামী।

আগামী বছরের লোকসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপির সঙ্গে জোট বাঁধার প্রচেষ্টা সম্পর্কে এবার মুখ খুললেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। ২০২৪-এর লোকসভা ভোটে গেরুয়া দলের সঙ্গে জেডিএস-এর সমঝোতা গুঞ্জন নিয়ে রীতিমতো আলোচনা কর্ণাটকে। এমনকী দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বও এব্যাপারে যথেষ্ট উদ্যোগী হয়েছেন। তবে কুমারস্বামী এবার বিজেপির সঙ্গে তাঁদের দলের আগামী সমঝোতা প্রসঙ্গে সরাসরি অবস্থান স্পষ্ট করলেন।

Advertisment

বিজেপির সঙ্গে জোট নিয়ে কী বলেছেন এইচডি কুমারস্বামী?

তাঁর কথায়, "বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। রবিবার থেকে দলে এনিয়ে অভ্যন্তরীণ আলোচনার পরে আসন ভাগাভাগির মতো দিকগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেবগৌড়া রাজি হয়েছেন কি না তা আগামী দিনে প্রকাশ করা হবে। রাজ্যের দৃষ্টিকোণ থেকে এবং বর্তমান শাসকের কাজ বিশ্লেষণের পরেই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।"

প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডি(এস) সুপ্রিমো এইচডি দেবগৌড়ার ছেলের বিবৃতি শুক্রবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিআপ্পার বিবৃতির পরেই এসেছে। ইয়েদুরিআপ্পা জানিয়েছিলেন উভয় দলই কর্ণাটকে সামনের বছরের লোকসভা নির্বাচনে ২৮টি আসন ভাগাভাগি নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তবে বিজেপির সঙ্গে গাঁটছড়া নিয়ে রবিবার দলের রাজ্য নেতৃত্ব প্রায় ১০ হাজার কর্মীকে নিয়ে বৈঠকে বসছে। এব্যাপারে কুমারস্বামী আরও বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিআপ্পা জোটের কথা বলেছেন। আমি তাঁর কাছে ঋণী। কর্ণাটকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি জোটের কথা বলেছেন। রাজ্যকে যারা লুঠ করছেন তাঁদের নিয়ন্ত্রণ করতে হবে। ২০০৬ সালেও আমি সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলাম। তবে জোটের জন্য আরও সময় আছে। অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এটি দেওয়া-নেওয়ার বিষয় নয়। বিশ্বাস এবং সম্মানের বিষয়।”

এর আগে ইয়েদুরিআপ্পা বলেছিলেন, “কর্ণাটকে বিজেপি এবং জেডি(এস) জোট গঠন করবে। অমিত শাহ চারটি লোকসভা আসন (জেডিএসকে) দিতে সম্মত হয়েছেন। এটি আমাদেরকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। কর্ণাটকে ২৫ থেকে ২৬টি লোকসভা আসনে আমাদের জয় হবে।” প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর ৪ সেপ্টেম্বর দিল্লি সফরের সময় দেবগৌড়া, শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার বৈঠক হয়েছিল। তখনই এব্যাপারে কথা এগিয়েছিল বলে দাবি তাঁর।

karnataka JDS bjp loksabha election 2024
Advertisment