ফের করোনা আক্রান্ত হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃতীয়বারের জন্য করোনা সংক্রমিত বিজেপিনেত্রী। সংক্রমিত হওয়ার খবর নিজেই টুইটে জানিয়েছেন বিজেপির এই তারকা রাজনীতিবিদ। তবে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আগামী কয়েকদিন স্বাস্থ্যবিধি মেনে চলে শীঘ্রই কাজে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
করোনার করাল গ্রাসে বাংলা। সংক্রমণ ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে। টলিপাড়ায় আগেই থাবা বসিয়েছে করোনা। একে একে রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমি, দেব, রুক্মিনী, সৃজিত, পার্ণো, শ্রীজাতরা করোনা আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন টেকনিশিয়ানও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
অভিনয় জগতের পাশাপাশি বাংলার রাজনৈতিক মহলেও ছড়িয়েছে সংক্রমণ। করোনা আক্রান্ত হচ্ছেন শাসক-বিরোধী দলের একের পর এক নেতা-নেত্রী। করোনা আক্রান্ত হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তাপস রায়। দিন কয়েক আগেই ফের করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
এই নিয়ে তিনবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বাবুল। একই সঙ্গে আক্রান্ত বাবুলের বাবা, স্ত্রী ও একাধিক কর্মচারী। নিজেই টুইট করে সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন- আগামী দু’সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, জানাচ্ছেন চিকিৎসকরা
এবার তৃতীয়বারের জন্য করোনা সংক্রমিত বিজেপিনেত্রী অগ্নিমিত্রা পাল। টুইটে তিনি লিখেছেন, ''তৃতীয়বার করোনা আক্রান্ত হলাম। কিন্তু চিন্তা করবেন না। আমি ভালো আছি। আমি COVID নির্দেশিকা অনুসরণ করব এবং শীঘ্রই কাজে যোগ দেব। কোভিড দ্রুত ছড়িয়ে পড়ছে তাই মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। দূরত্ব বজায় রাখুন।'' দত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।