সব কিছু ঠিকঠাক থাকলে আজই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে পারে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুন সিংয়ের দলবদল জল্পনার মাঝেই বিজেপি নেতা অনুপম হাজরার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট। ''আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হতো।'' ফেসবুক পোস্টে লিখলেন অনুপম।
Advertisment
জল্পনাটা চলছিল বেশ কয়েকদিন ধরেই। সেই জল্পনা আরও বাড়ে গতকাল। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আজ-কালের মধ্যেই তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা তীব্র হয়। তবে রবিবার সকালে ভাটপাড়ায় নিজের বাড়িতে দলবদল জল্পনা আরও উসকে দিলেন অর্জুন নিজেই। অর্জুনের মুখে একের পর এক তৃণমূল-স্তুতিতে তাঁর দলবদল এখন সময়ের অপেক্ষাই বলেই মনে করা হচ্ছে।
অর্জুনের দলবদল জল্পনার মাঝেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ফেসবুক পোস্টে লিখলেন, ''আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হতো, কিন্তু কৌরবদের মধ্যেও তাঁকে পাওয়া গেলে, কতটা অবাক হবো ঠিক বুঝতে পারছি না।''
অর্জুন সিংয়ের দল ছাড়ার জল্পনা গত কয়েকদিন ধরেই বাড়ছিল। এপ্রসঙ্গে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও আজ সকালেই মুখ খুলেছিলেন।
অর্জুন ইস্যুতে দিলীপের সোজাসাপটা জবাব, ''কেন এলেন জানি না, গেলেও কেনই বা যাচ্ছেন তাও বলতে পারব না। অনেকদিন ধরেই জল্পনা চলছে। দেখা যাক কি হয়।” এরপরেই কটাক্ষের সুরে অর্জুন-ইস্যুতে দিলীপ বলেন, ''আমরা তো ওঁকে মুখ্যমন্ত্রী করে দিতে পারব না। কারণ আমাদের সেই সংখ্যা নেই, নয়ত সেটাও করে দেওয়া হতো। দলের অনেক পুরনো কর্মীও বঞ্চিত হয়েছেন। তবে ওঁদেরও যোগ্য সম্মান দেওয়া হয়েছে।''