Karnataka Assembly Poll: ২০২৩-এর বিধানসভা ভোটের আগে কর্নাটকে ঘর গুছোতে উদ্যোগ নিল বিজেপি। সূত্রের খবর, চলতি মাসের শেষে পদত্যাগ করতে পারেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি নিজেও এই ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এই প্রবীণ নেতা বলেন, ’২৬ জুলাইয়ের পর আমি সিদ্ধান্ত জানাব। হাইকমান্ডের সিদ্ধান্তকেই মাথা পেতে নেব। আগামি দিনে বিজেপির সংগঠন মজবুত করতে কাজ করব। ফের দলকে ক্ষমতায় ফেরাতে কাজ করব।‘
কর্নাটক বিজেপি সূত্রে খবর, ২৬ জুলাই পরিষদীয় দলের বৈঠক রয়েছে। তার আগে ২৫ জুলাই বিজেপি বিধায়কদের সঙ্গে লাঞ্চ পার্টিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। চলতি মাসেই দুই বছর পূর্ণ করবে ইয়েদুরাপ্পা সরকার। তারপরেই আগামি দুই বছর কন্নড়ভূমে প্রশাসনিক প্রধান হিসেবে বিজেপির মুখ কে? স্থির হবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে। এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে।
পদত্যাগের প্রসঙ্গ উসকে দিয়ে কর্নাটকের এই লিঙ্গায়ত নেতা সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার আমার প্রতি স্নেহ এবং ভরসা রয়েছে। আপনারা জানেন বিজেপিতে যারা ৭৫ বছরের ওপর তাঁদের কোনও প্রশাসনিক পদ দেওয়া হয় না। কিন্তু আমার কাজে ভরসা রেখে ৭৮ বছরেও কাজ করার সুযোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।‘
কর্নাটকের রাজনীতিতে লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রভাব অনেক। তাই সেই সম্প্রদায়ের নেতা হিসেবে ইয়েদুরাপ্পার নেতৃত্বে আস্থা রেখেছে অনেক বিজেপি বিধায়ক এবং বিরোধী কংগ্রেসের একাধিক বিধায়ক। তাই পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে লিঙ্গায়তকে গুরত্ব দিয়েই সিদ্ধান্ত নিতে হবে মোদী-শাহদের। সেই সমীকরণে বিএস-এর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে বিজেপি বিধায়ক বসন্নগৌরা পাতিল এবং অরবিন্দ বেল্লার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন