Advertisment

‘যারা আসল দুধ খায়নি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন না’, ফের দুধে সোনা তত্ত্ব দিলীপের

Dilip Ghosh: 'বাঙালিরা আজ প্যাকেটের দুধ খান। এমন অবস্থা যে লাল চা খান। পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজনীয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh criticise west bengal govt regarding trade conference

দিলীপের নিশানায় রাজ্য সরকার

Dilip Ghosh: ফের গরুর দুধে সোনা তত্বে অনড় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন দলের সদর দফতরে প্রদেশ কার্যকারিণীর অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। সেই অনুষ্ঠানের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গরুর দুধে সোনা পাওয়া যাওয়ার তত্ত্ব টানেন। তিনি বলেন, ‘যারা আসল দুধ খায়নি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে। বাঙালিরা আজ প্যাকেটের দুধ খান। এমন অবস্থা যে লাল চা খান। পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজনীয়। শিশুদের বৃদ্ধিতে দুধ খুব প্রয়োজনীয়।‘

Advertisment

এর আগে বছর তিনেক আগেও গরুর দুধে সোনা থাকার তত্ত্ব খাড়া করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। সে নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতিকে। তাতেও নিজের অবস্থান থেকে সরেননি মেদিনীপুরের বিজেপি সাংসদ। উলটে তিনি বলেছিলেন, ‘আমার দাবির বিপক্ষে গিয়ে কেউ প্রমাণ করে দেখাক গরুর দুধে সোনা নেই।‘ এদিনেও সেই একইভাবে তিন বছর আগের দাবির স্বপক্ষে যুক্তি খাড়া করলেন দিলীপ ঘোষ।  

এদিন তিনি সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে মমতা সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন। পাশাপাশি কেন্দ্রের আনা তিনটি কৃষি আইনের পক্ষেই সওয়াল করেছে। কৃষকদের আয় বাড়াতে এবং কৃষিজমির ফলন বাড়াতে মোদী সরকারের এই উদ্যোগ। এমনটাই দাবি করেছেন।

বিজেপির রাজ্য সভাপতি এদিন রাজ্যের স্কুল খোলা নিয়েও মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘দিল্লিতে স্কুল খুলেছে, মানে আমাদের রাজ্যে স্কুল খোলার মতো পরিস্থিতি এমন নয়। কিন্তু বিয়ে বাড়িতে ৫০ জন আমন্ত্রিত, করোনা বিধি, রাতে কার্ফু এসবের মধ্যেও উপনির্বাচনের তদ্বির করা ঠিক নয়। যেখানে যেখানে ভোট সেখানে করোনা নেই আর বাকি রাজ্যে করোনা আমরা এই অবস্থানের বিরোধিতা করছি।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law dilip ghosh Gold in Milk Cow Milk Bengal BJP
Advertisment