Advertisment

'ইডি ডাকল মানেই কেউ চোর নয়, কিছু না করলে ভয়ের কী আছে?' রুজিরা ইস্যুতে খোঁচা দিলীপের

কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp leader Dilip Ghosh criticise tmc rujira banerjee regarding her absence in couple of ed's summons in coal scam

রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে খোঁচা দিলীপের।

''ইডি ডাকলেও উনি যাননি। তদন্তে সহযোগিতাও করেননি। কিছু না করে থাকলে ভয়ের কী আছে?'' অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়লাকাণ্ডে বারবার ইডি তলব করলেও যাননি অভিষেক-জায়া রুজিরা। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট শনিবারই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ২০ অগাস্টের মধ্যে রুজিরাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

কয়লাকাণ্ডে বেশ চাপে সর্বভারতীয় তৃণমূলের সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। একই মামলায় ইতিমধ্যেই দু'বার দিল্লিতে ইডির দফতরে এসে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার দিল্লির অফিসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে তৃণমূল নেতাকে। যদিও ইডি-র তলবের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা তোপ দেগেছিলেন অভিষেক।

আরও পড়ুন- বাংলা নয়! শাহী নজরে শুধুই রাজ্যের লোকসভা আসন, মহড়ায় অমিত

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সরব হয়েছিল তৃণমূল। অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রীকেও ওই একই মামলায় বেশ কয়েকবার তলব করে ইডি। যদিও প্রতিবারই হাজিরা এড়িয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির সমনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও রুজিরা। যদিও আদালত তাঁদের সেই আবেদনে সাড়া দেয়নি।

শনিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিন সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,''ইডি ডাকলেও উনি যাননি। তদন্তে সহযোগিতা করেননি। কিছু না করে থাকলে ভয়ের কী আছে? ইডি ডাকল মানেই কেউ চোর হয়ে যায় না। এতজনকেই তো ইডি, সিবিআই ডেকে পাঠাচ্ছে। তদন্তের স্বার্থে যে কাউকেই ডাকতে পারে। আমাদের ডাকলেও যাব।''

abhishek banerjee dilip ghosh ED bjp Coal Smuggling Case
Advertisment