Advertisment

‘রামকৃষ্ণ-রবীন্দ্রনাথের শিক্ষা কম ছিল!’ নিজের সঙ্গে তুলনা টেনে বেফাঁস দিলীপ ঘোষ

Dilip Ghosh: 'কে কটা বই পড়েছেন, কটা ডিগ্রি পেয়েছেন আমাদের দেশে সেটা বিবেচ্য নয়। রামকৃষ্ণ দেব তো অশিক্ষিত ছিলেন, তাও সবার ঘরে তাঁর বই আছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh, Ramkrishna, Rabindranath

ফাইল ছবি।

Dilip Ghosh: দিলীপ ঘোষ, তিনি মুখ খুললেই বিতর্ক। একসময় বঙ্গ রাজনীতিতে এই প্রবাদ প্রচলন হয়ে গিয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন নানাভাবে আলটপকা মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন মেদিনীপুরের সাংসদ। এবার তাঁর দলের সহকর্মীকে ঘুরিয়ে জবাব দিতে গিয়ে কার্যত রামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথকে ‘অশিক্ষিত’ বলে বসলেন দিলীপ ঘোষ। আর তাঁর এই প্রসঙ্গ উত্থাপন ঘিরেই ফের বঙ্গ রাজনীতিতে জোর তরজা।

Advertisment

ঠিক কী হয়েছে? গত কয়েকদিন ধরে নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে ফের সক্রিয় হয়ে উঠেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্যুইটে কার্যত তুলোধোনা করছেন মেদিনীপুরের সাংসদকে। তাঁকে একাধিকবার মূর্খ-অশিক্ষিত বলে আক্রমণ শানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা বলেছেন, ‘না পোষালে দল ছাড়ুক তথাগত রায়।‘

তাঁকে উদ্দেশ্য করা বলা অশিক্ষিত মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘রামকৃষ্ণ-বিবেকানন্দের প্রথাগত বিদ্যা কম ছিল। তাও লোকে তাঁদের কথা শোনে। কে কটা বই পড়েছেন, কটা ডিগ্রি পেয়েছেন আমাদের দেশে সেটা বিবেচ্য নয়। রামকৃষ্ণ দেব তো অশিক্ষিত ছিলেন, তাও সবার ঘরে তাঁর বই আছে। তাঁর বাণী নিয়েই এগিয়েছে।‘ এখানেই থামেননি দিলীপ ঘোষ। আরও একধাপ এগিয়ে তিনি বলেছেন, ‘রবীন্দ্রনাথ খুব বেশি দূর লেখাপড়া করেননি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এটা ভারতের সংস্কৃতি। যারা দেশকে চিনতে পারেন না, এটা তাঁদের দায়।‘   

যদিও দিলীপের এই তুলনাকেও কটাক্ষ করতে ছাড়েননি তথাগত রায়। তাঁর পাল্টা ট্যুইট, ‘হা ঈশ্বর বাঙালি হিন্দু পরিবারে জন্মে অবতারসম রামকৃষ্ণ দেব এবং বিশ্বকবি সম্বন্ধে এটাও শুনতে হল।‘

এদিকে একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বার বার নেতৃত্বকে ব্যর্থতার জন্য নিশানা করেছেন তথাগত রায়। তাঁর নিশানার কেন্দ্রে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশরা। সম্প্রতি উপনির্বাচনে বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে যাওয়ায় আক্রমণের মাত্রা বাড়িয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। দিলীপকে চাঁচাছোলা ভাষায় টুইটে আক্রমণ করেন তথাগত। পাল্টা নাম না করে বর্ষীয়ান বিজেপি নেতাকে দল ছাড়তে বলেন দিলীপ।

এবার সেই দল ছাড়া নিয়ে পাল্টা দিলীপকে খোঁচা দিয়েছেন তথাগত। নাম না করে টুইটে রবিবার তাঁর আক্রমণ, তিনি স্বেচ্ছায় দল ছাড়ছেন না। দল ছাড়তে পারলে সব গুপ্তকথা ফাঁস করার হুমকি দিয়েছেন তথাগত। তিনি লিখেছেন, “গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ramkrishna Dev dilip ghosh Rabindranath Tagore BJP MP Tathagata Roy
Advertisment