সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনা এদিন সকালেই প্রকাশ্যে এসেছে। সিংহাউর থানার আমরোর কীর্তরপুর গ্রামের বাসিন্দা পঙ্কজের মা তাঁর বাড়িতেই ছেলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।
হাউর থানার পুলিশ আধিকারিক মনীষকুমার সিং বলেন, কী কারণে এই নৃশংস হত্যা তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হাতুড়ির মতো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ডাক্তারেরা মৃতের ক্ষতগুলি খতিয়ে দেখবেন।পোস্ট মর্টেমের পরেই এই বিষয়ে আরও নিশ্চিতভাবে বলা সম্ভব। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে আগ্রহের কেন্দ্রে ছিল বেগুসরাই আসনটি। বিজেপি প্রার্থী গিরিরাজ সিং-এর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন গিরিরাজ। নির্বাচনের ফলপ্রকাশের পরেই বেগুসরাইতে একজন সিপিআই কর্মী খুন হন। তারপর ফের অস্বাভাবিক মৃত্যু হল বিজেপি-র এক কর্মীর।