Advertisment

"কসাইরা গরুর স্বপ্ন দেখছে", কংগ্রেসকে এক হাত বিজেপি নেতার

গোহত্যা নিবারণে যে বিতর্কিত আইন রয়েছে, তাও সংশোধন করার কথা বলেছে কংগ্রেস। দিগ্বিজয় সিং বলেছেন, ‘‘গরু আমাদের জন্য পবিত্র প্রাণী। আমরা কোনও মূল্যেই গোহত্যাকে প্রশ্রয় দিতে পারি না।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কংগ্রেসকে কসাই বললেন বিজেপি বিধায়ক

মধ্যপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে গোরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। তার জেরে বিজেপি-র এক বিধায়ক রাহুলের দলকে ভণ্ড বলে অভিহিত করলেন। রামেশ্বর শর্মা নামে ওই বিধায়ক বলেছেন, কংগ্রেস কর্মীরা একদিকে কেরালায় গো হত্যা করছে আর অন্যদিকে ভোটের বাজারে তারা অন্য জায়গায় গরুর পূজা করার ভান করছে।

Advertisment

সংবাদসংস্থা এএনআই রামেশ্বর শর্মাকে উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, ‘‘ভোটের জন্য কসাইরা এখন গরুর স্বপ্ন দেখছে। কেরালায় প্রকাশ্যে কংগ্রেসকর্মীরা যখন গোহত্যা করছে তখন ভণ্ডের মত এখানে কংগ্রেস গোপূজকের ভান করছে।’’

আরও পড়ুন, নিজের দলের মুসলমান নেতা-মন্ত্রীদের নাম বদলাচ্ছে না কেন বিজেপি? প্রশ্ন উত্তরপ্রদেশের মন্ত্রীর

গত বছর কেরালার কান্নুরে যুব কংগ্রেসের একদল নেতা প্রকাশ্যে গোহত্যা করে সেই মাংস রান্না ও বিতরণ করে বিফ ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন। এদিনের বক্তব্যে সে ঘটনার কথাই উল্লেখ করেন ওই বিধায়ক।

কেন্দ্র পশুবাজারে মাংসের জন্য গবাদি পশুর কেনা-বেচা বন্ধের ব্যাপারে নোটিফিকেশন জারি করার সূত্রে কেরালায় এ ঘটনা ঘটানো হয়। এ নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল। গ্রেফতার করা হয়েছিল ৮ যুব কংগ্রেস কর্মীকে।

মধ্যপ্রদেশের কংগ্রেসের ইশতেহার প্রকাশ করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথ, সাংসদ জ্যৌতিরাদিত্য সিন্ধিয়া এবং দিগ্বিজয় সিং। তাঁরা প্রসিশ্রুতি দিয়েছেন, প্রতিটি পঞ্চায়েতে গোশালা স্থাপন করা হবে এবং গোমূত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করা হবে। এ ছাড়া গরুর অভয়ারণ্য নির্মাণর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শুধু নয়, তার সঙ্গে সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য অনুদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে।

গোহত্যা নিবারণে যে বিতর্কিত আইন রয়েছে, তাও সংশোধন করার কথা বলেছে কংগ্রেস। দিগ্বিজয় সিং বলেছেন, ‘‘গরু আমাদের জন্য পবিত্র প্রাণী। আমরা কোনও মূল্যেই গোহত্যাকে প্রশ্রয় দিতে পারি না, তবে কৃষিকাজের জন্য গরুর আইনি পরিবহণ সুনিশ্চিত করতে হবে, কারণ বহু মানুষের জীবন এর উপরেই দাঁড়িয়ে রয়েছে।’’

Read the Full Story in English

bjp CONGRESS
Advertisment