Advertisment

কৈলাস অনুগামীদের কাণ্ড: ইন্দোরের রাস্তায় মমতার পোস্টার, তার উপর দিয়েই চলছে মানুষ-গাড়ি

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিয়াকোলে হামলার মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে। তারই পাল্টা এই পদক্ষেপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাস্তায় সাঁটা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর কয়েকশ পোস্টার। আর সেই সব পোস্টারের উপর দিয়েই চলছেন পথ চলতি মানুষ। যাতায়াত করছে যানবাহন। এই ছবি মধ্যপ্রদেশের ইন্দোরের পাটানিপুরা স্কোয়ারের। আপাতত এই ছবি ভাইরাল হয়েছে।

Advertisment

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিয়াকোলে হামলার মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে। জখমও হন তিনি। গেরুয়া বাহিনীর অভিযোগের তির তৃণমূলের গিকে। সেই হামলার পাল্টা প্রতিবাদ হিসাবেই বিজয়বর্গীয় অনুগামীদের এহেন পদক্ষেপ।

পাটানিপুরার স্থানীয় বাসিন্দা রাজেশ বিদকার এই কাজের দায় নিয়েছেন। জানিয়েছেন, একজন বিজেপি কর্মী হিসাবে নয়, বিজয়বর্গীয় অনুগামী হিসাবেই এই কাজ করেছেন তিনি। বিদকারের কথায়, 'বাংলায় দিন গুনছে মমতা সরকার। কৈলাসজি বাংলায় তাঁর প্রাণহানির আশঙ্কা করছেন। কনভয়ে হামলা তাঁর সেই আশঙ্কাকেই পোক্ত করছে। কেন এমন হবে? গণতান্ত্রিক পথে কেন বাংলায় রাজনীতি করা যাবে না?'

পোস্টারগুলো লাগানোর প্রায় ঘন্টাখানেকের মধ্যেই সেগুলো তুলে নেন রাজেশ ও তাঁর বন্ধু। কৈলাস অনুগামীর যুক্তি, 'পোস্টার বেশিক্ষণ রেখে ইন্দোরের সৌন্দর্যহানি করতে চাইনি।'

যদিও এই ঘটনায় দায় এড়িয়েছে বিজেপি। ইন্দোর শহরের বিজেপি সভাপতি গৌরভ রণদীভে বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার কাণ্ড আমার জানা নেই। এর সঙ্গে দলের কোনও কর্মীও জড়িত নন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee Kailash Vijayvargiya
Advertisment