Advertisment

'র‍িগিং যদি করতেই হয় আমরাই করব', বেফাঁস মন্তব্যে বিতর্ক বাড়ালেন সৌমিত্র

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, "র‍িগিং যদি করতেই হয় আমরা করব। ওরা দেখবে, আমরা জিতব। খেলা আমরাই খেলব।"

author-image
IE Bangla Web Desk
New Update
mp soumitra khan resigns from WB BJP yuva morcha post

সাংসদ সৌমিত্র খাঁ

ভোটের মুখে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির। বুধবার পূর্ব বর্ধমানে পরিবর্তন যাত্রায় রীতিমতো বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, "তৃণমূল নয়, বাংলায় যদি র‍িগিং যদি করতেই হয়, তবে আমরাই করব।" বুধবার পূর্ব বর্ধমানের সগড়াইতে পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে আয়োজিত সভায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, "র‍িগিং যদি করতেই হয় আমরা করব। ওরা দেখবে, আমরা জিতব। খেলা আমরাই খেলব।"

Advertisment

এদিকে নির্বাচনী বাংলায় এমন মন্তব্যে তোলপাড় রাজনৈতিক ময়দান। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান প্রসঙ্গে সৌমিত্র বলেন, “খন্ডঘোষ রায়নার তৃণমূল নেতা নবীন বাগও ফাগুনকে (অপার্থিব ইসলাম) ভয় পাবেন না। ওঁরা হাটুর নীচে থাকবেন। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। ওদেরকে ৩০ হাজারের বেশি যেতে দেবেন না। র‍িগিং যদি করতে হয় আমরা করব, ওরা দেখবে। ওটাই হবে খেলা। আমরাই খেলা করব। ওরা দেখবে আমরাই জিতব।"

আরও পড়ুন, জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজি, গুরুতর জখম হয়ে হাসপাতালে রাজ্যের মন্ত্রী

এদিকে সৌমিত্রর এই বিতর্কিত মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অপার্তিব ইসলাম বলেন, "বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ঠিকই বলেছেন। সারা দেশে তাঁরা রিগিং করেই জিতছেন।"

পূর্ব বর্ধমানের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ এস এস অহলুওয়ালিয়া-সহ বিজেপি নেতৃত্ব। তৃণমূল থেকে পদ্মযোগের হিড়িক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন। ব্যঙ্গার্থক সুরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতাদের ব্লাড টেস্ট করাচ্ছেন না। ব্লাড টেস্ট করালেই সব তৃণমূল নেতারা বিজেপি পজিটিভ হয়ে যাবেন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Soumitra Khan
Advertisment