‘একাধিক বিজেপি নেতা এনসিপি-তে যোগ দেবেন’, দাবি অজিত পাওয়ারের

নির্বাচনের আগে যে নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরাই আগামী ৩-৪ মাসের মধ্য়ে এনসিপি-তে যোগ দেবেন, এমন দাবিই করেছেন অজিত। 

নির্বাচনের আগে যে নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরাই আগামী ৩-৪ মাসের মধ্য়ে এনসিপি-তে যোগ দেবেন, এমন দাবিই করেছেন অজিত। 

author-image
IE Bangla Web Desk
New Update
Ajit Pawar, অজিত পাওয়ার

ফাইল ছবি।

একাধিক বিজেপি নেতা এনসিপি-তে যোগদান করবেন, এমন দাবিই করলেন মহারাষ্ট্রের উপ-মুখ্য়মন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। নির্বাচনের আগে যে নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরাই আগামী ৩-৪ মাসের মধ্য়ে এনসিপি-তে যোগ দেবেন, এমন দাবিই করেছেন অজিত।

Advertisment

এ প্রসঙ্গে শনিবার পাওয়ার বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের আগে, কংগ্রেস ও এনসিপি থেকে নেতা-কর্মীদের দলে নিয়েছিল বিজেপি। বিজেপি ক্ষমতায় আসবে, এই আশা করেই ওই নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন ওই নেতারা হতাশ হয়েছেন। তাঁদের নিজেদের এলাকার উন্নয়নের কাজ করতে পারছেন না। সেজন্য় তাঁরা ফিরতে চাইছেন’’।

আরও পড়ুন: সিপিএমের দৃষ্টান্তমূলক পদক্ষেপ, তিরুঅনন্তপুরমের মেয়র পদে ২১ বছরের তরুণী

অজিত পাওয়ার আরও বলেছেন, ‘‘কয়েকজন নেতা রয়েছেন, যাঁরা এখনই দলে যোগ দিতে চান। কিন্তু নির্বাচনী (গ্রাম পঞ্চায়েত নির্বাচন) বিধি শেষ হলেই আমরা যোগদানের প্রক্রিয়া শুরু করব। পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আমাদের দলে শীঘ্রই যোগ দেবেন’’।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp