scorecardresearch

ঝাঁসিতে বিজেপির প্রথম জয়, উচ্ছ্বাস পদ্মশিবিরে

যোগীরাজ্যে বিজেপির জয়জয়াকার, ১৭টির মধ্যে বারানসী সহ ১৬টি পুরসভায় এগিয়ে বিজেপি

UP Municipal election 2023,

উত্তরপ্রদেশেও চলছে আজ হাই ভোল্টেজ ভোট গণনা, ১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এক্সিট পোল সমীক্ষা জানিয়েছে ১৭টি পুরসভার মধ্যে ১০টিতেই বিজেপি জয়ী হবে। পাঁচটি আসনে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হবে। অখিলেশ যাদবের এসপি এবং মায়াবতীর বিএসপি একটি করে পুরসভায় জয়ী হবে।

এদিকে শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে ১৭ টি পুরসভার মধ্যে ১৬টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। বারাণসীতে অনেকটাই এগিয়ে রয়েছে পদ্মশিবির। বারাণসীতে, বিজেপি প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে রয়েছে। মথুরায়  বিজেপি প্রার্থী বিনোদ আগরওয়াল ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।বরেলিতও এগিয়ে রয়েছেন বিজেপির উমেশ গৌতম।  

এর আগে গত ২০১৭ সালের পুর নির্বাচনের সময় ১৬টি শহরে ভোট হয়েছিল। সেই সময় বিজেপি ১৪টি শহরে মেয়রপদে জিতেছিল। বাকি বিএসপি জিতেছিল দু’টি শহরে। পাশাপাশি আজ রামপুরের ‘সুয়ার’ বিধানসভা কেন্দ্র এবং মিরজাপুরের ‘ছানবে’ বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আজ। প্রাথমিক যা ট্রেণ্ড তাতে দেখা যাচ্ছে লখনউ, বারাণসী সহ উত্তরপ্রদেশের ১৬টি পুরসভার মেয়র পদের নির্বাচনে এগিয়ে গিয়েছে বিজেপি। বিএসপি একটি পুরসভার মেয়র পদে এগিয়ে রয়েছে।

সকাল ১১ টা পর্যন্ত যে চিত্রটা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে

১৬টি পুরসভায় এগিয়ে রয়েছে বিজেপি, ১টিতে বিএসপি এগিয়ে রয়েছে।

৯৪টি পুর পরিষদে বিজেপি এগিয়ে, ৩৯টিতে এসপি+, ৬টিতে এগিয়ে কংগ্রেস, ১৯টিতে বিএসপি এবং অন্যান্য ৪১টি আসনে এগিয়ে রয়েছে।

১১৮টি নগর পঞ্চায়েতে বিজেপি এগিয়ে, ৫৫টিতে SP+, কংগ্রেস ৩টিতে, BSP ২৯টিতে এবং অন্যরা ৯১টিতে এগিয়ে রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp leading in 16 out of 17 seats including varanasi