সামনেই বিহারে বিরোধী দলগুলোর বৈঠক। আলোচ্য বিষয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধী ঐক্য মজবুত করা। আর, সেই বৈঠকের আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। শনিবার তিনি বলেন, 'যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই রাজ্যে সেই দলকে সামনে রেখেই বিরোধী জোট এগিয়ে চলুক।'
অতীতে এমন কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে। তিনি বলেছেন, যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই দলই সেই রাজ্যে বিরোধীদের মুখ হবে। অখিলেশ যাদবের সঙ্গে সর্বভারতীয় মঞ্চের অন্যতম প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বৈঠক হয়েছে। অখিলেশ যাদব বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। এবার ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী মঞ্চে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী, শনিবার কার্যত সেটাই বুঝিয়ে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো।
বর্তমান সময়ে অখিলেশ যাদবের এই বক্তব্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধী ঐক্য মজবুত করার ডাক দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারমধ্যেই কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী মঞ্চ গঠনের আহ্বানও জানিয়েছেন বিরোধীদের একাংশ। এই ভাবনায় নতুন সংযোজনও শনিবার ঘটিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। তিনি এক নতুন জোটের কথা জানিয়েছেন। তবে, এই জোট রাজনৈতিক দলগুলোকে ভিত্তি করে সামাজিক জোট।
যে জোটের নাম অখিলেশ দিয়েছেন পিডিএ। যার 'পি' শব্দটি এসেছে হিন্দি 'পিছড়ে' বা অনগ্রসর শ্রেণি থেকে। 'ডি' শব্দটি এসেছে 'দলিত' থেকে। আর, 'এ' শব্দটি এসেছে হিন্দি 'অল্পসংখ্যক' (সংখ্যালঘু) থেকে। এই সংখ্যালঘু বলতে তিনি মুসলিম সম্প্রদায়ের ওপর যে বিশেষ জোর দিচ্ছেন, তা-ও স্পষ্ট করে দিয়েছেন অখিলেশ। তাঁর কথায়, 'অল্পসংখ্যক বলতে আমি মুসলিম ভাইদের কথাও বলছি।'
আরও পড়ুন- অনন্য কৃতিত্ব বাঙালি কন্যার, মার্কিন মুলুকে বড় দায়িত্ব পেয়ে গড়লেন বিরাট নজির
জাতীয় রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, উত্তরপ্রদেশ যার, দিল্লির কুর্সি তার। তাঁর যাবতীয় রাজনৈতিক ভাবনা সেই উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসন নিয়ে। একথাও স্পষ্ট করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। একইসঙ্গে বার্তা দিয়েছেন বিরোধী জোটের দুই শরিক কংগ্রেস ও বহুজন সমাজ পার্টিকে। অখিলেশের কথায়, 'আমার ফরমুলা হল ৮০ হারাও, বিজেপি হঠাও। আমরা বড় হৃদয় নিয়ে জোট গড়েছি। আমার আশা, যে দলগুলো বিজেপিকে হারাতে চায়, তারাও খোলামনে সমাজবাদী পার্টিকে সমর্থন করবে। নিজেদের মধ্যে লড়াই করবে না।'