নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত কোনও 'ষড়যন্ত্রমূলক' ঘটনা নয়। আর এরপরই তৃণমূল নেত্রীর চোট-চিকিৎসার রিপোর্ট নিয়ে ফের নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। মমতার বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি করা হয়েছে সেখানে।
চিঠিতে বলা হয়েছে, পায়ে চোট পাওয়ার পরে মমতার কী চিকিৎসা হয়েছে তা প্রকাশ্যে এনে 'রাজ্যবাসীকে সত্য জানানো হোক'। এক বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানান যে, কী এমন চিকিৎসা হল যে ২৪ ঘণ্টার মধ্যে প্লাস্টার খোলা গেল, ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী বাড়ি ফিরলেন এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রচারে বেরিয়ে পড়লেন তা রাজ্যবাসীর জানা উচিত। গেরুয়া শিবিরের নেতার বক্তব্য, কোন অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি আরোগ্য লাভ করলেন সেটাও জানা দরকার। এসএসকেএম-এ চিকিৎসার রিপোর্ট প্রাকাশ্যে আনা হোক।
একই সুর শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। কিন্তু পর্যাপ্ত তথ্য বা মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। তাঁর এক্সরে রিপোর্টও প্রকাশ করা হয়নি। চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ না করে রাজ্যের মানুষকে অন্ধকারে রাখা হয়েছে বলেও জানিয়েছে বিজেপি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন