Advertisment

BJP Lok Sabha Elections Manifesto: নিখরচায় রেশন, জিরো বিদ্যুৎ বিল! ইস্তেহারে প্রতিশ্রুতির 'ফুলঝুড়ি' BJP-র!

BJP Sankalp Patra: লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র কয়েকটি দিন। আগামী ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। নির্বাচন শুরুর মাত্র চার দিন আগে দিল্লিতে দলের সদর কার্যালয়ে এবারের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করেছে গেরুয়া দল।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp lok sabha elections 2024 manifesto sankalp patra narendra modi

BJP Lok Sabha Elections Manifesto: দিল্লিতে দলের সদর কার্যালয়ে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ মোদী-শাহ-রাজনাথ-নাড্ডাদের।

BJP Lok Sabha Elections Manifesto: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শুরুর চার দিন আগে নির্বাতনী ইস্তেহার প্রকাশ করল BJP। রবিবার দিল্লিতে দলের সদর কার্যালয়ে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাদের উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার (BJP Election Manifesto) প্রকাশ গেরুয়া দলের। একগুচ্ছ প্রতিশুতি দেওয়া হয়েছে বিজেপির এই 'সংকল্প পত্রে' (Sankalp Patra)।

Advertisment

BJP-র ইস্তেহারে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে?

আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন।

শাকসবজি ও ডালের মূল্য স্থিতিশীলতা তহবিল তৈরি করে গরিবদের রক্ষার প্রচেষ্টা সম্প্রসারিত করা।

আয়ুষ্মান ভারতের অধীনে বিনামূল্যে এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান চালিয়ে যাওয়া।

প্রতিটি গরিব পরিবারের মানসম্পন্ন আবাসনের চাহিদা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসারিত করা।

বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করা।

বস্তি পুনঃউন্নয়ন।

পরিষ্কার রান্নার জ্বালানি।

জিরো বিদ্যুৎ বিল।

ভারতকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার বিষয়ে বিজেপির ইশতেহারে যা বলা হয়েছে…

বিপর্যয়ের পরিস্থিতিতে ১.৫ কোটি নাগরিককে সরিয়ে নেওয়া এবং নিরাপদে প্রত্যাবর্তন।

দিল্লির আয়োজনে ১০০ শতাংশ ঐকমত্য অর্জন করে ঐতিহাসিক G20 শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করা হয়েছে।

ভারত ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ হয়ে উঠেছে।

UPI সহ ডিজিটাল ইন্ডিয়া স্ট্যাক বিশ্বব্যাপী হয়ে উঠেছে।

২৭টি অংশীদার দেশের সঙ্গে INR-এ ব্যবসা শুরু হয়েছে।

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে।

ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে ১০০টি দেশে ৩০ কোটি COVID-19 ভ্যাকসিন এবং ওষুধ সহ COVID সহায়তা প্রদান করেছে ভারত।

ভারত মহাসাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা।

চন্দ্রযান -৩-এর চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করার মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই সফলতা ঝুলিতে পুরেছে ভারত।

রাষ্ট্রসংঘের উদ্যোগে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

দেশের অর্থনীতি সম্পর্কে বিজেপির 'সংকল্প পত্র' কী বলছে?

বিশ্বের শীর্ষ ৫ অর্থনীতির একটি হল ভারত।

উৎপাদনকে উন্নত করতে জিএসটি, মেক ইন ইন্ডিয়া এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভস (পিএলআই) চালু করা হয়েছে।

পরিকাঠামোর সমন্বিত পরিকল্পনার জন্য PM গতি শক্তি পোর্টাল চালু হয়েছে।

প্রতিদিন ২৮ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে।

প্রতিদিন ১৪.৫ কিলোমিটার রেললাইন নির্মাণ, ডেডিকেটেড মালবাহী করিডোর চালু করা এবং ১৩০০টি রেলস্টেশনের সংস্কার করা হয়েছে।

দেশের ২০টি শহরে মেট্রো পরিষেবা সম্প্রসারিত হয়েছে।

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় গ্রামে ৩.৭ লক্ষ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে।

মানবহীন লেভেল রেল ক্রসিং আর নেই।

দেশের বন্দরের সক্ষমতা দ্বিগুণ হয়েছে।

ভারতে চালু বিমানবন্দরের সংখ্যাও দ্বিগুণ হয়েছে।

আরও পড়ুন- Israel-Iran War: ইজরায়েলে ভয়ঙ্কর আক্রমণ ইরানের! ঝাঁকে ঝাঁকে ড্রোন-ক্ষেপনাস্ত্র হামলা, পাল্টা জবাবে পাশে আমেরিকা

বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত, নমো ভারত এবং অন্যান্য নতুন যুগের ট্রেন চালু হয়েছে।

জীবাশ্মবিহীন জ্বালানি শক্তির ক্ষমতা ২.৫ গুণ বাড়িয়ে ১৮০ গিগাওয়াট করা হয়েছে।

সৌভাগ্য প্রকল্পের অধীনে ২.৮ কোটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে ১০০ শতাংশ বিদ্যুতায়ন করা হয়েছে।

রাস্তা, সেতু, রেলপথ এবং বিমানবন্দর সম্প্রসারণের মাধ্যমে উত্তর-পূর্বের যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে।

সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডেটা মূল্যের সঙ্গে বিশ্বের দ্রুততম 5G রোলআউট অর্জন করেছে।

bjp modi Election manifesto loksabha election 2024
Advertisment