scorecardresearch

জেলার পর বিজেপির লক্ষ্য এলাহাবাদ হাইকোর্ট, বিশ্ববিদ্যালয়েরও নাম বদল

সরকারের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সারা দেশে ১৪টি প্রয়াগ থাকলেও এ রাজ্যে মাত্র একটি প্রয়াগ রয়েছে বলে গবেষণা থেকে জানা গেছে। এ প্রয়াগ সব প্রয়াগের রাজা বলে এলাহাবাদের নাম প্রয়াগরাজে পরিবর্তিত হয়েছে।”

জেলার পর বিজেপির লক্ষ্য এলাহাবাদ হাইকোর্ট, বিশ্ববিদ্যালয়েরও নাম বদল
যোগী আদিত্যনাথ

আসন্ন লোকসভা ভোটের আগে হিন্দুত্ব প্রচার তুঙ্গে নিয়ে যেতে মরিয়া বিজেপি। মঙ্গলবার এলাহাবাদ জেলার নাম বদলে প্রয়াগরাজ দেওয়ার পিছনে সে উদ্দেশ্য়ই কাজ করছে বলে মনে করা হচ্ছে। এবং শুধু এখানেই ক্ষান্ত দিতে রাজি নয় যোগী সরকার, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম বদলে ফেলার ইঙ্গিতও স্পষ্ট পাওয়া যেতে শুরু করেছে।

রাজ্যের রাজধানীতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌরোহিত্যে ঘটা এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি মুখপাত্র তথা মন্ত্রিসভার সদস্য সিদ্ধার্থনাথ সিং বলেছেন, নামবদল মানুষের দীর্ঘদিনের দাবি। সেই দাবির প্রতি লক্ষ্য রেখেই এই নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব দফতর, জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, বিজেপি নেতাদের হাত থেকে মেয়েদের রক্ষা করুন: রাহুল গান্ধী

সরকারের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সারা দেশে ১৪টি প্রয়াগ থাকলেও এ রাজ্যে মাত্র একটি প্রয়াগ রয়েছে বলে গবেষণা থেকে জানা গেছে। এ প্রয়াগ সব প্রয়াগের রাজা বলে এলাহাবাদের নাম প্রয়াগরাজে পরিবর্তিত হয়েছে।”

সিদ্ধার্থনাথ সিং ইঙ্গিত দিয়েছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এবং এলাহাবাদ হাইকোর্টের নামও বদল করা হবে। তিনি বলেছেন, ‘‘কিছু কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও সংগঠনের নাম এলাহাবাদের নামে নামাঙ্কৃত রয়েছে… হাই কোর্ট, রেলস্টেশন… তাদের কাছে চিঠি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিরোধীদলগুলি অবশ্য সরকারের এলাহাবাদ নাম বদলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এর আগে কংগ্রেস অভিযোগ করেছিল, ইতিহাস বদলের চেষ্টা চলছে। এ নিয়ে সোচ্চার হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা রাজ বব্বর।

এসব সমালেচনার জবাবে সিদ্ধার্থনাথ সিং বলেছেন ৫০০ বছরের পুরনো ইতিহাস ফিরিয়ে দিচ্ছেন তাঁরা, যার ফলে বৈদিক ও পৌরাণিক পরিচয় রক্ষিত হবে।

Read Full Story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp looking for change of name of allahabad highcourt university