Advertisment

বিরাট রদবদলের সম্ভাবনা, কেন্দ্রীয় মন্ত্রী-সহ বহু সাংসদকে প্রার্থী না-করার ভাবনা বিজেপির

বিতর্ক রয়েছে, জনসাধারণের ক্ষোভ কমাতে এমন ব্যক্তিদের প্রার্থী না-করার ভাবনাচিন্তা চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP changes in UP 1

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী-সহ পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের এই সাংসদদের সংগঠনের কাজে যুক্ত করা হতে পারে।

নতুনদের সুযোগ দিতে, আর কিছু নেতা তথা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ সামাল বেশ কিছু সাংসদকে আগামী লোকসভা নির্বাচনে টিকিট না-দেওয়ার কথা ভাবছে বিজেপি। তার মধ্যে উত্তরপ্রদেশের কেন্দ্রীয় মন্ত্রী-সহ পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কয়েকজন সাংসদও আছেন। প্রার্থী না-করে তাঁদের সংগঠনের কাজে যুক্ত করা হতে পারে বলেই বিজেপি সূত্রে খবর। উত্তরপ্রদেশ থেকে বর্তমানে ৬২ জন সাংসদ রয়েছেন লোকসভায়। যাঁরা টিকিট পাবেন না, তাঁদের সংখ্যাটা প্রায় তার এক-চতুর্থাংশ হতে পারে বলেই বিজেপি সূত্রে খবর।

Advertisment

বিজেপি নেতাদের পরিকল্পনা রয়েছে, যে নেতাদের বয়স আনুষ্ঠানিকভাবে ৭৫ বছর অতিক্রম করেছে, বা জনসাধারণ ও দলীয় কর্মীদের সঙ্গে যাঁরা যোগাযোগ গড়ে তুলতে পারেননি, আর নিজেদের নির্বাচনী এলাকায় অকার্যকর হয়ে পড়েছেন, তাঁদের নাম প্রার্থীর তালিকা থেকে বাদ পড়তে পারে। এই ব্যাপারে একজন প্রবীণ বিজেপি নেতার মতে, যাঁরা কুঠারের মুখোমুখি হতে পারেন, তাঁদের মধ্যে এমন কিছু সাংসদও আছেন, যাঁরা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাই-প্রোফাইল বিরোধী প্রার্থীদের পরাজিত করেছিলেন। কিন্তু, তারপর থেকে তাঁরা বিতর্কের মধ্যে পড়েছেন এবং ভোটারদের কাছে জনপ্রিয়তাও হারিয়েছেন।

এই জাতীয় সংসদ সদস্যদের একটি তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং প্রার্থী নির্বাচনের সময় হলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তা নিয়ে আলোচনা করা হবে বলেই উত্তরপ্রদেশ বিজেপি সূত্রে খবর। শুধু তাই নয়, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের বর্তমান মন্ত্রী ও উত্তরপ্রদেশ বিধানসভার বিধায়ক এবং মন্ত্রীদেরও একটি পৃথক তালিকা প্রস্তুত করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। সামাজিক ভারসাম্য বজায় রাখতে এই সব মন্ত্রী ও বিধায়কদের লোকসভার টিকিটের জন্য দল বিবেচনা করতে পারে।

আরও পড়ুন- পাটনায় নীতীশ-তেজস্বীর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন মৃত্যু নেতার, খুনের অভিযোগ বিজেপির

এই ব্যাপারে একজন প্রবীণ বিজেপি নেতা বলেছেন, 'কয়েকজন সাংসদ যাঁরা কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ তাঁদের লোকসভার টিকিট না-ও দেওয়া হতে পারে। তাঁদের পরে রাজ্যসভার আসন দেওয়া হতে পারে।' ইউপি থেকে ১১ জন বিজেপি সাংসদ রয়েছেন, যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অংশ- রাজনাথ সিং (লখনউ), স্মৃতি ইরানি (আমেথি), মহেন্দ্রনাথ পাণ্ডে (চান্দৌলি), জেনারেল (অব.) ভিকে সিং (গাজিয়াবাদ), সাধ্বী নিরঞ্জন জ্যোতি (ফতেহপুর), সঞ্জীবকুমার বালিয়ান (মুজাফফরনগর), পঙ্কজ চৌধুরী (মহারাজগঞ্জ), এসপি সিং বাঘেল (আগ্রা), ভানুপ্রতাপ সিং ভার্মা (জালাউন), কৌশল কিশোর (মোহনলালগঞ্জ) ও অজয়কুমার মিশ্র 'টেনি' (খেরি)।

bjp uttar pradesh Yogi Government
Advertisment