মিরাটে বিজেপি বিধায়ক সংগীত সোমের বাড়িতে হামলা

মিরাটের লালকুঠি এলাকায় বিজেপি বিধায়কের বাড়ি লক্ষ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি ও হাত বোমা ছোড়ে বলে অভিযোগ। যদিও হাত বোমা ফাটেনি বলে জানা গিয়েছে। তবে এ ঘটনায় নিরাপদেই রয়েছেন সংগীত সোম।

মিরাটের লালকুঠি এলাকায় বিজেপি বিধায়কের বাড়ি লক্ষ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি ও হাত বোমা ছোড়ে বলে অভিযোগ। যদিও হাত বোমা ফাটেনি বলে জানা গিয়েছে। তবে এ ঘটনায় নিরাপদেই রয়েছেন সংগীত সোম।

author-image
IE Bangla Web Desk
New Update
sangeet som, সংগীত সোম

বিজেপি বিধায়ক সংগীত সোম। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপি বিধায়ক সংগীত সোমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দৃষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি বিধায়কের মিরাটের বাড়িতে এদিন দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মিরাটের লালকুঠি এলাকায় বিজেপি বিধায়কের বাড়ি লক্ষ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি ও হাত বোমা ছোড়ে বলে অভিযোগ। যদিও হাত বোমা ফাটেনি বলে জানা গিয়েছে। তবে এ ঘটনায় নিরাপদেই রয়েছেন সংগীত সোম। দুষ্কৃতীদের হামলায় কেউ জখম হননি বলেই খবর।

Advertisment

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা একটি গাড়িতে করে এসে হামলা চালায় বলে জানা গিয়েছে। এ হামলার কয়েক মিনিট আগেই বাড়িতে ঢোকেন বিজেপি বিধায়ক। মুজফফরনগরে দাঙ্গার ঘটনায় সংগীত সোম অভিযুক্ত। কী কারণে এ হামলা তা এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার অখিলেশ কুমার।

আরও পড়ুন, ভুয়ো এনকাউন্টার মামলায় দুই প্রাক্তন পুলিশ কর্মীর যাবজ্জীবন সাজা

Advertisment

এ হামলা প্রসঙ্গে সিনিয়র পুলিশ সুপার অখিলেশ কুমার বলেন,‘‘অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বিধায়ক সংগীত সোমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা একটা গাড়িতে করে এসে বাড়ি লক্ষ করে গুলি চালায়। ওরা একটা গ্রেনেড ছোড়ে কিন্তু তা ফাটেনি। সেটি উদ্ধার করা হয়েছে। একটা বিশেষজ্ঞ দল এ ঘচনার তদন্ত করছে।’’ এটা কোনও জঙ্গি হামলা নয় বলেই প্রাথমিক তদন্তে জানিয়েছেন তিনি।

এ হামলার পরই ঘটনাস্থলে ছুটে যান এসএসপি কুমার, এসএসপি সতপাল, পুলিশ সুপার রনবিজয় সিংসহ শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান সংগীত সোম। তবে এদিনের হামলা ঠিক কী কারণে, তা নয়ে কোনও ধারণা নেই বলে জানিয়েছেন খোদ বিজেপি বিধায়ক। তিনি বলেন,‘‘কোনও হুমকি পাইনি। তাছাড়া সম্প্রতি কারও সঙ্গে কোনও গোলমালও তো বাধেনি।’’

bjp national news