Advertisment

বিজেপি বিধায়ককে জুতোর মালা- দেখুন ভিডিও

বিজেপি-র গেরুয়ায় রঙিন এক টুপি পরিহিত এক ব্যক্তিকে দেখা গেছে বিধায়কের দিকে এগিয়ে এসে এ কাণ্ড ঘটাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

প্রতীকী ছবি।

বিধানসভা ভোটের প্রচারে গিয়ে জুতোর মালা পরতে হল এক বিজেপি নেতাকে। এ ঘটনা মধ্যপ্রদেশের। নিজের বিধানসভার নাগরা কাচরোড় এলাকার এক গ্রামে গিয়ে এই বিড়ম্বনার মুখে পড়েছেন যিনি, তিনি বিজেপি-র বিধায়ক দিলীপ শেখাওয়াত। সোমবার সন্ধেবেলার এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

Advertisment

বিজেপি-র গেরুয়ায় রঙিন এক টুপি পরিহিত এক ব্যক্তিকে দেখা গেছে বিধায়কের দিকে এগিয়ে এসে এ কাণ্ড ঘটাতে। তবে শেখাওয়াতেও কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন যে তাঁর গলায় যা পরিয়ে দেওয়া হয়েছে, তা ফুলের মালা নয়।

সংবাদসংস্থা এ এনআই প্রকাশিত এই ভিডিওয় দেখা যাচ্ছে, জুতোর মালা খুলে ফেলে বিধায়ক চড়াও হয়েছেন ওই যুবকের ওপর।

Madhya Pradesh bjp
Advertisment