Advertisment

'ছাপ্পাশ্রী পুরস্কার দিতে বলব ফিরহাদকে', শুভেন্দুর নিশানায় কলকাতার মেয়র

মঙ্গলবার নন্দীগ্রামে হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনায় সরব হন রাজ্যের বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp Mla Suvendu Adhikari criticise Kolkata Mayor Firhad Hakim at Nandigram

ফের শুভেন্দুর নিশানায় ফিরহাদ।

আবারও ফিরহাদ হাকিমকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজই দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে, এদিনই নন্দীগ্রামে হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে কলকাতার মেয়রকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ফিরহাদকে বিঁধে শুভেন্দুর তোপ, ''ছাপ্পাভোটে মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে বলব ওঁকে যেন ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়া হয়।''

Advertisment

মঙ্গলবারই দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা অনুযায়ী কলকাতার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানিয়েছেন ফিরহাদ। তবে ফিরহাদের মেয়র পদে শপথ নেওয়ার দিনেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন নন্দীগ্রাম বাজার এলাকায় হনুমান পুজোর উদ্বোধনে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী।

publive-image
নন্দীগ্রামে হনুমান পুজোয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি: কৌশিক দাস

আরও পড়ুন- ‘কলকাতার প্রধান সেবক হতে চাই’, মেয়র পদে শপথ নিয়ে বললেন ফিরহাদ হাকিম

হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে এদিন কলকাতার নতুন মেয়রকে নিশানা করেন শুভেন্দু। ফিরহাদ হাকিমকে বিঁধে শুভেন্দু বলেন, ''জনগণের ভোটে নয় ছাপ্পাভোটে মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব।''

publive-image

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রীর সহযোগিতার আশ্বাসকে কটাক্ষ করে এদিন তাঁর সমালোচনা করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে টাউন ক্লাব নতুন বাজার পর্যন্ত একটি পদযাত্রা হয়। পদযাত্রায় পা মেলান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

nandigram Suvendu Adhikari bjp tmc Firhad Hakim Mamata Banerjee
Advertisment