Advertisment

বগটুই কাণ্ডে উত্তাল বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপির

রামপুরহাটের বগটুইয়ে নিহতদের ঝলসানো ছবি নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ওয়েলে নেমে চলে বিক্ষোভ।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp mlas shows protest at west bengal assembly regarding rampurhat bagtui deaths

বিধানসভায় বিজেপির বিক্ষোভ।

বগটুই-কাণ্ডে ফের উত্তাল বিধানসভা। বৃহস্পতিবার নিহতদের ঝলসানো ছবি নিয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ওয়েলে নেমে চলে স্লোগান। বগটুইয়ের ঘটনার দায় নিয়ে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি বিজেপির। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের।

Advertisment

রামপুরহাটের বগটুইয়ের গণহত্যা নিয়ে আজও তুমুল হট্টগোল রাজ্য বিধানসভায়। এদিন বেলা ১১টা নাগাদ অধিবেশন শুরুর পর থেকেই তুমুল বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়করা। 'পুলিশমন্ত্রী হায় হায়' স্লোগান উঠতে থাকে বিধানসভায়। শুভেন্দু অধিকারী-সহ বাকি বিজেপি বিধায়করা ওয়েলে নেমে আসেন। হাতে পোস্টার নিয়ে চলে বিক্ষোভ। বগটুইয়ের ঘটনার দায় নিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাপি করেছেন বিজেপি বিধায়করা।

পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের বাইরে বেরিয়ে এসে চলে বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য, আজই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে আজ বগটুই গ্রামে যাবেন বিজেপির পাঁচ সদস্যের একটি দল। এই দলে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভার সাংসদ সত্যপাল সিং, দলের রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি এবং বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

আরও পড়ুন- রামপুরহাটের পথে বাধার মুখে অধীর, ‘বিজেপিকে ছাড়, আমাদের কেন বাধা?’ প্রশ্ন কংগ্রেস নেতার

অন্যদিকে, আজ বগটুইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিহতদের পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। ঘুরে দেখবেন এলাকার পরিস্থিতি। স্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গেও এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা সারবেন মুখ্যমন্ত্রী। এদিকে বগটুইয়ের ঘটনায় আজ দুপুরের মধ্যেই কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

bjp Mamata Banerjee Suvendu Adhikari Bagtui
Advertisment