Advertisment

"আমাদের তো মোদী আছেন, ওদের?"

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন। বৈঠকে মমতার যোগ দেওয়া নিয়ে ঠেস দিয়েছেন মুকুল রায়ও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ফোটো

রাজধানীতে বিরোধীদের সর্বদলীয় বৈঠক নিয়ে ঠেস দিতে ছাড়লেন না বিজেপির জাতীয় স্তরের সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী। জোট বাঁধার আগে বিরোধীরা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন, তা যেন ঠিক করে নেন, ব্যঙ্গ করে সেই পরামর্শই দিলেন বিজয়বর্গী।

Advertisment

২০১৯-এর আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ বিরোধী জোট গঠনের লক্ষ্যে বিরোধী দলের শীর্ষ স্থানীয় নেতারা সোমবার বিকেলে রাজধানীতে জমায়েত হচ্ছেন। সেই প্রসঙ্গেই কৈলাস বিজয়বর্গী বললেন, "ভাল লাগছে, বিরোধীরা সব একজোট হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন, আগে সেটা ঠিক করুক ওঁরা, তারপর আমাদের বিরুদ্ধে লড়ার স্বপ্ন দেখুক",।

আরও পড়ুন, দরজায় লোকসভা, বিরোধী বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা

তিনি আরও বলেন, "আমাদের তো নরেন্দ্র মোদী রয়েছেন। ওঁদের কে আছে"?

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন। বৈঠকে মমতার যোগ দেওয়া নিয়ে ঠেস দিয়েছেন মুকুল রায়ও। প্রশ্ন তুলেছেন, বিরোধীদের বৈঠকে যোগ দেওয়া সিপিআইএম, কংগ্রেসকে কোন চোখে দেখবেন মমতা? তৃণমূলের বন্ধু, নাকি শত্রু? "তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বলে এসেছেন কংগ্রেস এবং বাম উভয়ই তৃণমূলের প্রতিদ্বন্দ্বী"।

"দীর্ঘ ২০ বছর ধরে তৃণমূল কংগ্রেস বলে এসেছে বামেরা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এখন দু'দলের মধ্যে ভাব হয়ে গিয়েছে কি না, পরিষ্কার করে জানাক তাহলে", বলেছেন মুকুল রায়।

Read the full story in English

Advertisment