BJP MP Jayant Sinha’s son Aashir joins Congress: কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জয়ন্ত সিনহার ছেলে আশির। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা। কিন্তু, তাঁকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। এরপরই আশির সিনহা কংগ্রেসে যোগ দিলেন। প্রাক্তন বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা, প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নাতি। মঙ্গলবার বিজেপির ঝাড়খণ্ড ইউনিট, আশিস সিনহার কংগ্রেসে যোগ দেওয়ার কথা জানিয়েছে।
আগামিকালে আগামী ২০ মে লোকসভা নির্বাচন। সেখানেই প্রার্থী হতে চেয়েছিলেন জয়ন্ত সিনহা। বদলে, বিজেপি বিধায়ক মনীশ জয়সওয়াল হাজারিবাগ থেকে কংগ্রেসের জয়প্রকাশ ভাই প্যাটেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৮৮ সালের পর এই প্রথমবার যশবন্ত সিনহার পরিবারের কোনও সদস্য হাজারিবাগ থেকে নির্বাচনে লড়ছেন না। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছেন, 'বিজেপি বঞ্চনা করার কারণেই সিনহা পরিবারের একজন সদস্য যশবন্ত সিনহার ঐতিহ্যবাহী ভোটব্যাংক টানতে কংগ্রেসে যোগ দিয়েছেন।'
আরও পড়ুন- পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক হিংসা! আছড়ে পড়েছে বিক্ষোভ, সেনার সঙ্গে সংঘর্ষ
কংগ্রেস মুখপাত্র রাকেশ সিনহা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'জয়ন্ত সিনহার ছেলে আশির সিনহা ঝাড়খণ্ড কংগ্রেসে বড় পদ পাবেন। তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত, এনিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।' পালটা, বিজেপির মুখপাত্র বিনয় কুমার বলেছেন, 'হাজারিবাগ থেকে যে কেউ কংগ্রেসে যোগদান করুক, তাতে আমাদের কোনও সমস্যা নেই। আমরা ওই আসনটি জিতবই।'