তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
বিজেপিতে গুরুত্ব না পেয়েই তাঁর দলবদল বলে জানিয়েছেন সুজাতা। তাঁর কথায়, 'বিজেপিতে সম্মান মর্যাদে নেই। পরিশ্রমী কর্মীদের কোনও জায়গা নেই। পরিশ্রমের পর যদি কোনও তপশিলি মহিলার সম্মানহানি হয় তাহলে সেখানে থাকা যায় না। দিনের পর দিন অত্যাচার সহ্য করা যায় না। তাই দল ছাড়ার সিদ্ধান্ত।'
বিজেপি মুখ্যমন্ত্রীর টোপ দেওয়ায় 'ধান্দাবাজ' লোকেরাই গেরুয়া শিবিরে গুরুত্ব পাচ্ছেন বলে অভিযোগ সুজাতার। এক্ষেত্রে তাঁর নিশানায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বলেই মনে করা হচ্ছে। নাম না করলেও ‘পচা আলু’ বলে বিঁধলেন তাঁকে। তৃণমূলে যোগ দিয়েই সুজাতা বললেন, 'উড়ে এসে জুড়ে বসারাই এখন বিজেপিতে মান মর্যাদা পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হচ্ছে সকলকে।' তাঁর দাবি বর্তমানে বিজেপিতে ৬ জন মুখ্যমন্ত্রী ও ১৩ জন উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার রয়েছেন। এরপরই উল্লেখযোগ্যভাবে তিনি বলেছেন, 'যে দল অন্য দল থেকে পচা আলুদের নিয়ে নেতা, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর লোভ দেখায়, সেই দল বেশি দূর এগোতে পারে না। দুষ্টু গোরুরা যত দ্রুত দল ছেড়ে বেরোবে তত তৃণমূল আরও শুদ্ধ হবে। দল যদি করতেই হয় তাহলে তৃণমূলের বি টিম বিজেপি করবো কেন? ভেজাল দুধও খাবো না, ভেজাল দলও করবো না।'
২০১৯ সালের লোকসভায় কার্যত তাঁর নেতৃত্বেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর প্রচার চলে। সেই ভোটে ব্যাপক পরিশ্রম করতে দেখা গিয়েছিল তাঁকে। পরে জোড়া-ফুলের বিরুদ্ধে অথ্যাচার ও হিংসার অভিযোগও করেন তিনি। গত দেড় বছর ধরেই সুজাতাকে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে। যা তাঁর তৃণমূলে যোগদানে বিশেষ সহায়ক হয়েছে। বিধানসভার আগে পদ্ম শিবিরের এহেন নেত্রীর তৃণমূলে ফেরা অবশ্যই রাজ্য রাজনীতির দলবদলে বড় চমক।
চাকরির নামে যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন সৌমিত্র খাঁ। ঘর ওয়াপসি’র পরই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন সৌমিত্র জায়া সুজাতা খাঁ। বলেন, 'রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য একজনই রয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।' আগামী ভোটেও তৃণমূল জয় পাবে বলে দাবি তাঁর। বলেন, 'আমি সবসময় চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করি। আমি বিজেপিতে চ্যালেঞ্জ নিয়েই গেছিলাম। কিন্তু বিজেপি থেকে কোনো সুবিধা পাইনি। এখন অনেকেই বলছেন তৃণমূলের এখন খারাপ সময়। কিন্তু আমি বলছি তৃণমূলের সুদিন আসছে।'
গেরুয়া শিবিরে গুঞ্জণ লোকসভা ভোটে সাফল্যের পর দলের রাজ্য শাখায় গুরুত্বপূর্ণ পদের দাবিদার ছিলেন তিনি। কিন্তু তা মেলায় দলের সঙ্গে সুজাতা খাঁর বিরোধ বাড়তে থাকে। শেষ পর্যন্ত পুরনো দলেই নাম লেখালেন তিনি।
এদিন তৃণমূল ভবনে সাংসদ সৌগত রায় ও দলের মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিজেপি সাংসদ তথা দলের যুব মো্র্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।
তৃণমূলের হয়ে এবার ভোটে কতটা কার্যকরী হতে পারেন সুজাতা এখন সেটাই কৌতুহলের বিষয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন