Advertisment

Amit Shah on I.N.D.I.A Alliance: শাহী নিশানায় 'ইন্ডিয়া জোট', বিরোধী দলগুলিকে '2G, 3G, 4G'-বলে চরম কটাক্ষ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা অমিত শাহ রবিবার 'বংশবাদী রাজনীতি'র অভিযোগ তুলে বিরোধী দল গুলিকে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, bjp

অমিত শাহ দিল্লির ভারত মণ্ডপে বিজেপির জাতীয় সম্মেলনে বক্তৃতা দিয়েছেন (স্ক্রিনগ্রাব/ইউটিউব/বিজেপি)

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ইন্ডিয়া জোটকে তীব্র নিশানা করেছেন। তিনি বলেছেন যে জোটে সবাই তাদের পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী পদে বসাতে চান। কেউ গরীবদের জন্য কাজ করতে চান না। তিনি আরও বলেন, 'আমাদের দেশে এমন অনেক 2G, 3G, 4G দল আছে। চার প্রজন্ম ধরেও যারা তাদের নেতাদের মুখ বদলান না'।

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা অমিত শাহ রবিবার 'বংশবাদী রাজনীতি'র অভিযোগ তুলে বিরোধী দল গুলিকে নিশানা করেছেন। অমিত শাহ বলেছেন, "আমাদের এই দেশে 2G, 3G এবং 4G দল আছে। 2G মানে কেলেঙ্কারী নয়…! দুই প্রজন্মের দল, তিন প্রজন্মের দল, চার প্রজন্মের দল। চার প্রজন্ম ধরে দলে নেতার মুখের কোন পরিবর্তন হয় না। কেন? দেশে কি কোনো যোগ্য যুবক নেই? তারা কি এগিয়ে আসতে পারেন না," প্রশ্ন তুলে লোকসভা ভোটের আগেই বিরোধী দলকে এদিন আক্রমণ করেন শাহ।

শাহ সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, লালু প্রসাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম কে স্টালিনের মতো বিরোধী নেতাদের উল্লেখ করে বলেন, "প্রধানমন্ত্রী মোদী যখন দরিদ্র এবং দেশের উন্নয়নের কথা ভাবেন, তখন ইন্ডিয়া জোটের নেতারা তাদের সন্তানদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী করার কথা ভাবনা চিন্তা করেন। " তিনি বলেন, "বিজেপি যদি 'বংশবাদী রাজনীতিতে বিশ্বাস করত, তাহলে একজন চা বিক্রেতা কখনোই এদেশের প্রধানমন্ত্রী হতে পারত না।"

জনগণ তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেছে নেবে বলে দাবি করে শাহ বলেন, "মোদির তৃতীয় মেয়াদে দেশ সন্ত্রাসবাদ ও নকশালবাদ থেকে সম্পূর্ণ মুক্ত হবে। সরকার কৃষকদের কল্যাণে একগুচ্ছ নয়া নীতি প্রণয়ন করবে এবং অর্থনীতির উন্নয়ন করবে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী"।

বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে তুলোধনা করা হয়েছে বাংলাকেও। রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র নিশানা করা হল গেরুয়া দলের রাষ্ট্রীয় অধিবেশনের মঞ্চে। ‘মমতাদির লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা।’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া দলের সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। ‘সন্দেশখালির ঘটনা সভ্য সামাজের কলঙ্ক’। 

amit shah
Advertisment