'অজয় ভারত, অটল ভাজপা', নতুন শ্লোগান হতে চলেছে বিজেপি-র। দু দিনের জাতীয় কর্মসমতিরি বৈঠকের শেষদিনে এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এদিন বলেছেন, তাঁরা ক্ষমতার জন্য লালায়িত নন। কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘গুজরাটে আমরা ৩১ বছর ধরে ক্ষমতায় রয়েছি, তার কারণ আমরা ক্ষমতালোভী নই। আমরা আসনে বসার জন্য ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা চাই মানুষের কাজ করার জন্য।’’
প্রধানমন্ত্রী বলেছেন, যদি বর্তমান সরকারের কাজ নিয়ে বিরোধীরা প্রশ্ন করে তাহলে দেখা যাবে ৪৮ বছর ধরে একটি পরিবার দেশের জন্য যা করেছে, তার চেয়ে বেশি কাজ ৪৮ মাসে করেছে এই সরকার। তিনি বলেন, ‘‘বিরোধীরা কাজ বা ইস্যু নিয়ে লড়াই করে না, তার লড়াই করে মিথ্যর উপর দাঁড়িয়ে।’’
দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘‘২০১৯-এর লোকসভা নির্বাচনে আমরা ক্ষমতায় আসব, আর তারপর থেকে আগামী ৫০ বছর কেউ আমাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না।’’ বৈঠক শেষে এ কথা জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ।
বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী মহাজোট নিয়ে তিনটি বিষয়ের উল্লেখ করেছেন। তািনি বলেছেন, বিরোধীদের আদর্শ নেই, নেতৃত্বের কোনও ঠিক ঠিকানা নেই, এবং তাদের উদ্দেশ্য অসৎ। তিনি বলেছেন, যে দলগুলি নিজেদের মধ্যে চোখে চোখ রেথে কথা বলতে পারে না, যাদের মধ্যে কোনও আদর্শগত মিল নেই, তারা এক পতাকার তলায় সমবেত হচ্ছে কেবল আমাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে।