রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে কোনো রকম হস্তক্ষেপ করতে চায়না বলে শুক্রবার জানিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম রায়ে স্বস্তি পেয়েই রাহুল গান্ধী-সহ কংগ্রেসকে তোপ দাগল বিজেপি। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং শুক্রবারের সংসদীয় অধিবেশনে বললেন, রাহুল গান্ধী রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মানুষকে ভুল পথে চালিত করতে চেয়েছেন।
রাজনাথ বলেছেন, "সারা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছে কংগ্রেস। এখন সংসদের তথা সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ওঁদের। ওঁরা ভেবেছিল, 'আমরা তো নিজেরা ডুবেই আছি, তোমাদেরকেও ডোবাবো' ।" কেন্দ্রীয় মন্ত্রী রাফালে প্রসঙ্গে আরও বলেন, "প্রথম থেকেই বিষয়টি স্বচ্ছ ছিল। রাজনৈতিক সুবিধা পেতে কংগ্রেস এতদিন ভিত্তিহীন অভিযোগ করছিল"।
আরও পড়ুন, প্রক্রিয়া সন্তোষজনক, রাফালে চুক্তিতে হস্তক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট
শীর্ষ আদালতের রায়ে খুশির হাওয়া বিজেপির সর্বত্রই। বিজেপি সভাপতি অমিত শাহ টুইট করে জানিয়েছেন, "কংগ্রেসের অপপ্রচার এবার প্রকাশ্যে এসে গেল"।
রাফালে চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পরই বিজেপি মুখপাত্র শাহনয়াজ হুসেন কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, "সব চুক্তি বফর্স চুক্তি না। জাতীয় নিরাপত্তার মূল্যে যে কোনো চুক্তি থেকে টাকা খাওয়া কংগ্রেসের ঐতিহ্য"। মোদীর 'বিশ্বাসযোগ্যতা' নিয়ে প্রশ্ন তোলার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত, এমন দাবি করেন তিনিও।