/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-29.jpg)
রাহুলের আইনি লড়াইয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে চূড়ান্ত কটাক্ষ
মানহানির মামলায় ২ বছরের কারাদণ্ডের নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে পরে, আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুরাটের দায়রা আদালতে আবেদন করবেন। দলীয় সূত্রে খবর, পরিবারের সঙ্গে তিন আইনজীবীকে নিয়ে আদালতে নিজে হাজির থাকবেন রাহুল গান্ধী। রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার আইনি লড়াইকে এবার তুলোধোনা করল বিজেপি।
বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী সহ কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন। সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র , রাহুল গান্ধী তার পরিবারের সদস্য, মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ভূপেশ বাঘেলকে নিয়ে সুরাটের আদালতে আবেদন করতে যাচ্ছেন। সেখানে রাহুলের ২ বছরের সাজার বিরুদ্ধে আপিলের নামে গুণ্ডামি করবে কংগ্রেস। দল ও রাহুলকে সরাসরি প্রশ্ন করে তিনি বলেন, এটা কি বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টির চেষ্টা?
তিনি আরও বলেন, "রাহুল গান্ধীকে মোদী পদবি নিয়ে মন্তব্যের জেরে সমগ্র ওবিসি সম্প্রদায়কে অপমান করার জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছিল। তার সদস্যপদ বাতিল করা হয়েছে। এই ব্যবস্থা নেওয়া হয়েছে ইউপিএ সরকারের আমলে আইনের অধীনে। এখন তারা সবাই (রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, ভূপেশ বাঘেল, অশোক গেহলট) সাজার বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছেন। একটা হৈচৈ সৃষ্টি করতে চলেছেন। তিনি বলেন, 'এই হৈচৈ করার দরকার কী? এটা স্রেফ একটা কৌতুক'।
#WATCH | Rahul Gandhi, his family members, CMs Ashok Gehlot & Bhupesh Baghel are going to Surat & will be creating mayhem in the name of appealing (against the 2-year sentence) verdict...are they trying to pressurise the judiciary?: Sambit Patra, BJP pic.twitter.com/ZLvsvNaL58
— ANI (@ANI) April 3, 2023
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময়, রাহুল গান্ধী কর্ণাটকের কোলারে মন্তব্য করেছিলেন যে ‘সব চোরের পদবী কেন মোদী হয়’। এরপর তার বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে সমগ্র মোদী সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত এবং কলঙ্কিত করার অভিযোগ আনা হয়েছিল। মানহানি মামলায় সুরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এখন তাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেদিনই আদালত ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে।
রাহুল গান্ধী তার ২০১৯ সালের মন্তব্যের জেরে সুশীল কুমার মোদীর দায়ের করা আরেকটি মানহানির মামলার মুখোমুখি হয়েছেন। পাটনার একটি আদালত এই মামলার বিষয়ে কংগ্রেস নেতাকে ১২ হাজিরার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।