Advertisment

মমতার ব্রিগেড সভায় উপস্থিত ‘রাজনৈতিক সুবিধাবাদীরা’, কটাক্ষ বিজেপির

‘‘কিছু মানুষ রয়েছেন, যাঁরা খুবই বুদ্ধিমান। কয়েকজন তো আবার বিজেপির স্ট্যাম্প নিয়েই সাংসদ হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
rajiv pratap rudy, রাজীবপ্রতাপ রুডি

রাজীবপ্রতাপ রুডি। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মমতার ব্রিগেড সভা চলাকালীনই দিল্লি থেকে বিজেপি বিরোধী ঐক্যের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি। মমতার ব্রিগেড সভায় বিরোধীদের একজোট হওয়া নিয়ে রাজীবপ্রতাপ বলেছেন, এই ‘মহাজোটে’ শঙ্কিত নয় গেরুয়া বাহিনী। একইসঙ্গে মমতার ব্রিগেড মঞ্চকে কটাক্ষ করে রাজীব প্রতাপ বলেছেন, এটা ‘রাজনৈতিক সুবিধাবাদীদের’ মঞ্চ। পাশাপাশি ‘মহাজোটে’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে, সে নিয়েও প্রশ্ন তুলেছেন রাজীবপ্রতাপ।

Advertisment

অন্যদিকে, বিজেপি সাংসদ হয়েও মমতার ব্রিগেডের সমাবেশে যোগ দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। বিজেপি সাংসদ হয়েও যেভাবে বিজেপি বিরোধী মঞ্চে এদিন যোগ দিয়েছেন শত্রুঘ্ন, সেজন্য তাঁকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় সাংসদের ব্রিগেড সভায় যোগদান নিয়ে মুখ খুলেছেন রাজীব প্রতাপ রুডি। শত্রুঘ্নর নাম না করে কটাক্ষের সুরে রুডি বলেছেন, ‘‘কিছু মানুষ রয়েছেন, যাঁরা খুবই বুদ্ধিমান। কয়েকজন তো আবার বিজেপির স্ট্যাম্প নিয়েই সাংসদ হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন।" উল্লেখ্য, শুধু শত্রুঘ্ন নন, এদিন মমতার ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছেন দুই প্রাক্তন বিজেপি সদস্য অরুণ শৌরি ও যশবন্ত সিনহাও।

আরও পড়ুন, TMC Rally in Kolkata Live: ‘এরপর আমাকে দল থেকে বহিষ্কার করা হবে, তাতে কিছু এসে যায় না’

লোকসভা ভোটে মোদী সরকারকে হঠাতে বিরোধীদের একজোট করতে মরিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে পৌঁছতেই শনিবার ‘ব্রিগেড চলো’-র ডাক দিয়েছেন মমতা। তৃণমূলনেত্রীর ব্রিগেড মঞ্চ কার্যত বিজেপি বিরোধী মঞ্চ। একঝাঁক বিজেপি বিরোধী নেতাদের একমঞ্চে এনে মোদী-শাহদের বিরুদ্ধে সুর চড়িয়ে কার্যত যেন উনিশের ভোটের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন মমতা। এদিন মমতার ব্রিগেড মঞ্চে হাজির হয়েছেন, এইচ ডি দেবগৌড়া, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরি, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু, এইচ ডি কুমারস্বামী, ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, অখিলেশ যাদব, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক মনু সিঙভির মতো নেতারা।

Read the full story in English

Mamata Banerjee bjp tmc
Advertisment