Advertisment

Lok Sabha Polls 2024: লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি, প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদী সহ ৩৪ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP 1st list for Lok Sabha polls

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্যদের সাথে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রথম তালিকা চূড়ান্ত করার জন্য, বৃহস্পতিবার, ফেব্রুয়ারি নয়াদিল্লিতে। 29, 2024। (পিটিআই)

লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগেই প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। বারাণসী থেকে নির্বাচনে লড়বেন মোদী। প্রথম তালিকায় রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম। এই তালিকায় লোকসভার স্পিকার ওম বিড়লার নামও রয়েছে।

Advertisment

সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদী সহ ৩৪ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায়। প্রথম তালিকায় মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্মশিবির।

কেন্দ্রীয় শাসক দল বিজেপি আজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। তালিকায় নাম রয়েছে একাধিক ভিভিআইপির। প্রথম তালিকা প্রকাশের আগে, বিজেপির দুই বড় নেতা গৌতম গম্ভীর এবং জয়ন্ত সিনহা নিজেদের লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিয়েছেন।

প্রথম তালিকায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সংসদীয় এলাকা বারাণসি থেকে নির্বাচনে লড়বেন। অরুণাচল পশ্চিম থেকে কিরেন রিজিজুকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। একই সময়ে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির টিকিট বাতিল করা হয়েছে। তার জায়গায় প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজকে টিকিট দিয়েছে দল। ভোপাল থেকে সাধ্বী প্রজ্ঞার বদলে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলোক শর্মা। একই সঙ্গে বিদিশা থেকে লড়বেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহানও বর্তমানে মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য।

বিজেপির প্রকাশিত প্রথম তালিকায় উত্তরপ্রদেশের ৫১টি আসন বাংলা ২৬টি, মধ্যপ্রদেশ ২৪টি, গুজরাটের ১৫টি, রাজস্থান ১৫টি, কেরলের ১২টি, তেলেঙ্গানা ৯টি অসমের ১৪ টি, ঝাড়খণ্ডের ১১টি, ছত্তিশগড়ের ১১টি, দিল্লির ৫টি , জম্মু কাশ্মীর ২টি, উত্তরাখণ্ডের ৩টি, অরুণাচল প্রদেশের ২টি , গোয়ার ১টি, ত্রিপুরার ১টি, আন্দামান নিকোবর এবং দমন ও দিউ-এর ১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, ২৮ জন মহিলা প্রথম তালিকায় স্থান পেয়েছেন। ৫০ বছরের কম বয়সী ৪৭ জন প্রার্থী এই তালিকায় রয়েছেন।

loksabha election 2024
Advertisment