BJP Candidate Second List: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি লোকসভা নির্বাচনের জন্য ৭২ নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নাম রয়েছে মনোহর লাল খট্টর, নিতিন গড়করি, পীযূষ গয়াল সহ একাধিক হেভিওয়েটের। নাগপুর থেকে টিকিট দেওয়া হয়েছে গড়কড়িকে। অন্যদিকে, করনাল লোকসভা আসন থেকে খট্টরকে প্রার্থী করেছে দল। পীযূষ গোয়েলকে মুম্বই উত্তর থেকে এবং অনুরাগ ঠাকুর হামিরপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। তালিকায় ১০টি রাজ্যের ৭২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপি সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শুরু হয়ে গিয়েছে প্রচার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রার্থী তালিকা প্রকাশ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বিজেপি ইতিমধ্যেই ১৯৫ প্রার্থীর নাম প্রকাশ করেছে প্রথম দফায়।
প্রথম তালিকায় মোদী, শাহ-সহ ১৯৫ জনের নাম
১লা মার্চ অনুষ্ঠিত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ১৬ টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়। প্রথম তালিকায় প্রধানমন্ত্রী মোদী (বারানসী), অমিত শাহ (গান্ধীনগর) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (লখনউ)-এর নাম অন্তর্ভুক্ত ছিল। এই তালিকায় ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে এবং পাশাপাশি তিন মন্ত্রীর টিকিট বাতিল করা হয়েছে। দলের প্রথম তালিকায় ২৮ জন মহিলা ও ৪৭ জন যুবক স্থান পেয়েছে । ২৭ জন তফসিলি জাতি, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৫৭ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীর নাম প্রথম তালিকায় উঠে আসে।
প্রথম তালিকায় উত্তর প্রদেশের ৫১ টি, পশ্চিমবঙ্গের ২০ টি, মধ্যপ্রদেশের ২৪টি, গুজরাটের এবং রাজস্থানের ১৫টি আসন, কেরল ও তেলেঙ্গানার ১২টি আসন, ঝাড়খন্ড, ছত্তিশগড় এবং আসামের ১১টি আসনের পাশাপাশি দিল্লির পাঁচটি আসন সহ আরও কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস মঙ্গলবারই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার কংগ্রেস দ্বিতীয় তালিকায় ৪৩টি নাম অনুমোদন করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবও রয়েছে এই তালিকায়।