'দুয়ারে দুয়ারে সরকারের' মোকাবিলায় এবার 'আর নয় অন্যায়' স্লোগানকেই হাতিয়ার করছে বিজেপি।
মানুষের কাছে সরকারকে পৌঁছে দিতে ‘দুয়ারে দুয়ারে সরকার’কর্মসূচি শুরু হয়েছে। বিরোধীদের কটাক্ষ সত্বেও প্রথম দিনের শিবিরেই ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি শাসক শিবিরের। এবার 'দুয়ারে দুয়ারে সরকারের' পাল্টা 'আর নয় অন্যায়' কর্মসূচির ঘোষণা করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মমতা সরকারের মিথ্যাচারের মুখোশ খুলতেই বাংলাজুড়ে 'আর নয় অন্য়ায়' কর্মসূচির দ্বিতীয় পর্য়ায়ের সূচনা করতে চলেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'তৃণমূলের বিরুদ্ধে মানুষকে সজাগ-সতর্ক করব। পাহাড় প্রমাণ দুর্নীতি বিরুদ্ধে মানুষের দুয়ারে দুয়ারে লিফলেট নিয়ে পৌঁছব।'
বছর ফুরোলেই বিধানসভা ভোট। যদিও ভোটের বাদ্যি বেজে গিয়েছে। তাই প্রশাসনের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে মমতা সরকার 'দুয়ারে দুয়ারে সরকার' কর্মসূচির সূচনা করেছেন। দীর্ঘ দু'মাস ধরে প্রায় ২০ হাজার শিবির করে চলবে এই কর্মসূচি।
সরকারি এই কর্মসূচির ফায়দা যাতে শাসক দল তৃণমূল না পায় তাই একই সঙ্গে পাল্টা প্রচারে ঝাপাচ্ছে পদ্ম বাহিনী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন