ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের সময়সীমা শেষ হতে আর দিন দুয়েক বাকি। তার আগে শনিবার নির্বাচনের প্রথমদফা প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় ১২টি নাম বাদ রাখা হয়েছে। তা পরে জানানো হবে বলেই গেরুয়া শিবির জানিয়েছে। ২০১৮ সালের নির্বাচনে আদিবাসী পিপলস ফ্রন্ট অফ ইন্ডিয়া (আইপিএফটি)-র সঙ্গে বিজেপি জোট গড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
বিজেপি বলেছিল যে আইপিএফটির সঙ্গে তাদের জোটের রাস্তা খোলা আছে। কিন্তু, শেষ পর্যন্ত কোনও জোট হয়নি। এই বিধানসভা নির্বাচনের ২১টি আসনে বিজেপি নতুন প্রার্থী দিয়েছে। তার মধ্যে তিনটি আবার গত বিধানসভা নির্বাচনে আইপিএফটির জেতা আসন। গত মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রীকেই তাঁদের জেতা আসনে প্রার্থী করা হয়েছে। এবার ঘোষিত ৪৮ জনের তালিকায় ১১ জন মহিলা প্রার্থী। তালিকায় বিশেষ নজর কেড়েছে বিপ্লব দেবের অনুপস্থিতি।
গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে আচমকাই পদত্যাগ করতে বাধ্য হন বিপ্লব দেব। তিনি তালিকায় স্থান না-পেলেও তালিকায় রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিজেপির এই ৪৮ জনের তালিকায় দু'জন মুসলিম মন্ত্রীও রয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা টাউন বারদোয়ালি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। গত বছর একটি উপনির্বাচনে এই আসনটি জিতেছিলেন মানিক সাহা। চারিলাম (উপজাতি সংরক্ষিত) কেন্দ্রে প্রার্থী হয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।
আরও পড়ুন- সিন্ধুর জলচুক্তি, সংশোধন করার জন্য কেন পাকিস্তানকে নোটিস দিল ভারত?
রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বনমালিপুর কেন্দ্র থেকে। এই কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং সাংসদ হওয়ার জন্য আসনটি ত্যাগ করেন। তারপর থেকে বনমালিপুর আসনটি ফাঁকাই ছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ধানপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অতীতে এই কেন্দ্র থেকে প্রতিমা ভৌমিক সিপিএম জমানার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শুক্রবারই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মবশ্বর আলি। তাঁকে কৈলাশহর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। ২০১৮ সালে মবশ্বর এই আসনটি জিতেছিলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহাকে প্রার্থী করার জন্য এবার মবশ্বরকে টিকিট দেয়নি সিপিএম। তারপরই দলত্যাগের সিদ্ধান্ত নেন গতবার কৈলাশহর থেকে জয়ী মবশ্বর।
Read full story in English