Advertisment

দিলীপের ‘গুজরাত’ মন্তব্য়ে সরগরম বাংলা, ধারালো আক্রমণ তৃণমূলের

‘‘দিলীপবাবুর জীবদ্দশায় বাংলাকে বোধহয় ওঁরা রাজনৈতিকভাবে দখল করতে পারবেন না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ।

একুশের ভোটের আগে তৃণমূল বনাম বিজেপি বাগযুদ্ধে সরগরম রাজ্য় রাজনীতি। ক্ষমতায় এলে ‘বাংলাকে গুজরাত বানাব’, বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের এ মন্তব্য় ঘিরে দিনভর চাপানউতোর চলল বঙ্গ রাজনীতিতে। দিলীপকে পাল্টা বিঁধে সোচ্চার হয়েছে তৃণমূল শিবিরও।

Advertisment

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

পূর্বতন বাম জমানার প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য় সভাপতি বলেন, ‘‘বিমান বাবু, বুদ্ধবাবুরা করে দিয়ে গিয়েছেন, ঝান্ডাবাহক করেছেন, এখানকার লোকেরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়র হবে না, পরিযায়ী শ্রমিক হবে, সে চাকরি পাবে গুজরাতে। তাই আমরা গুজরাত বানাব’’। এরপরই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বিঁধে দিলীপ বলেন, ‘‘দিদিমণি মাঝেমধ্য়ে বলেন, গুজরাত বানানোর চেষ্টা হচ্ছে। একশোবার চেষ্টা করব। পশ্চিমবঙ্গকে গুজরাত বানাব। আমাদের ছেলেরা এখানে চাকরি করবে, গুজরাত যেতে হবে না’’।

মেদিনীপুরের বিজেপি সাংসদ আরও বলেছেন, ‘‘যে বাংলা একদিন সারা দেশকে আইএএস, আইপিএস দিত, ডাক্তার, ইঞ্জিনিয়র দিত, বিজ্ঞানী, অধ্য়াপক দিত, সেই বাংলা এখন পরিযায়ী শ্রমিক দিচ্ছে...’’।

আরও পড়ুন: বাংলায় এসেই “পিসির সরকারকে” তোপ অমিতের

দিলীপকে পাল্টা বিঁধে ফিরহাদ হাকিম বলেন, ‘‘গুজরাতে ২ হাজার মানুষের খুন হয়েছে। ইশরত জাহানের মতো অনেকে এনকাউন্টারে মারা গিয়েছেন। গুজরাত, উত্তরপ্রদেশ হলে ভয় হচ্ছে যে, এনকাউন্টারে মারা যাবে অনেকে। তাই আমরা গুজরাত হতে দেব না, বাংলায় রাখতে চাই। ন্য়ানোও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানে কারখানা হবে’’।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায় বলেছেন, ‘‘স্বপ্ন দেখা ভাল। কিন্তু দুঃস্বপ্ন যেন না হয়, সেটা লক্ষ্য় রাখা উচিত। ওঁদের স্বপ্ন পশ্চিমবঙ্গ দখল করা...দিলীপবাবুর জীবদ্দশায় বাংলাকে বোধহয় ওঁরা রাজনৈতিকভাবে দখল করতে পারবেন না’’।

অন্য়দিকে, আগামী বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকে বিজেপি হারাবে বলে এদিন সরব হন দিলীপ। বিজেপি নেতা বলেন, ‘‘উনি (জ্য়োতিপ্রিয়) একাধিক দুর্নীতিতে জড়িত। অনেক হয়েছে। আমি ওপেন চ্য়ালেঞ্জ করছি, আমরা ওঁকে হারাব’’।

দিলীপকে পাল্টা আক্রমণ করে জ্য়োতিপ্রিয় বলেছেন, ২০২১ সালের ভোটে উত্তর ২৪ পরগনায় বিজেপি বিগ জিরো পাবে। ফল হবে ৩৩-০।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

dilip ghosh
Advertisment