Advertisment

Loksabha Election: তৃতীয় মেয়াদে সরকার গড়ার বিজেপির 'মাস্টার প্ল্যান', মাথায় হাত বিরোধী জোটের

২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশলে রয়েছে বড় চমক।

author-image
IE Bangla Web Desk
New Update
shah nadda

কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা (পিটিআই)

লোকসভা নির্বাচনের ৬ মাসের কম সময় বাকি। এমন পরিস্থিতিতে কোমর বেঁধে ময়দানে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশলেও রয়েছে বড় চমক। আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয় মেয়াদে সরকার গড়তে দলের সিনিয়র নেতাদের মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। লোকসভা নির্বাচনে প্রার্থীদের তালিকায় থাকতে চলেছে অনেক রাজ্যসভার সাংসদের নামও। সেই সঙ্গে তালিকায় দেখা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রীদের নাম।

Advertisment

বিজেপি সিনিয়র নেতাদের, বিশেষ করে যারা রাজ্যসভায় তাদের তৃতীয় মেয়াদে মনোনীত হয়েছেন, তাদের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে। যাতে তারা সংসদে তাদের স্থান নিশ্চিত করতে পারে। এর মধ্যে সেই নেতারাও রয়েছেন যারা মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী। সূত্রের খবর, নেতাদের তাদের পছন্দের আসনে নির্বাচন করার স্বাধীনতা দেওয়া হয়েছে। বুধবার দলের জাতীয় নেতৃত্বের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে এঅ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরা হয়েছে, যেখানে বিজেপি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে চার কেন্দ্রীয় মন্ত্রী সহ ১৮ জন সাংসদকে প্রার্থী করেছিল। সূত্রের খবর, তাতে ভাল ফল মিলেছে। অন্তত একজন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সহ অন্তত দু'জন দলীয় নেতাকে দিল্লি থেকে প্রার্থী করা হবে বলে আশা করা হচ্ছে, বলেই জানিয়েছেন দলের এক সিনিয়ার নেতা।

ইসরোর চমক : < Aditya-L1: সূর্যকে ‘হ্যালো’ বলার পালা, সৌরমিশন ঘিরে মনোবল তুঙ্গে ইসরোর, উচ্ছ্বাসে ভাসছে দেশবাসী >

রাজ্যসভার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজীব চন্দ্রশেখর, পীযূষ গয়াল, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য , পুরুষোত্তম রুপালা, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানে। কর্ণাটকের চন্দ্রশেখর এবং সীতারামন, মহারাষ্ট্রের গোয়াল এবং গুজরাটের রুপালা রয়েছেন বিজেপির নয়জন নেতার মধ্যে যারা বর্তমানে তৃতীয়বারের মতো রাজ্যসভার সাংসদ। এই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকরও। অন্যদিকে, বিজেপি সভাপতি জেপি নাড্ডাও হিমাচল প্রদেশের রাজ্যসভার সদস্য।

bjp loksabha election 2024
Advertisment